ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিনেটের নতুন নেতা কে হচ্ছেন?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার উত্তেজনা শেষ হতেই এখন সিনেটের নতুন নেতা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডাগুলো কতটা আইনে পরিণত হবে সেটা ঠিক করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার সিনেটরদের ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দিবেন সেগুলো সিনেটের অনুমোদন পেতে হবে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন। ওই বৈঠকে ট্রাম্পকে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা থেকে পিছিয়ে না আসার জন্য বাইডেন আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টির। সে কারণে বুধবার এ দল থেকেই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণত গোপন ভোটে এটি হলেও এবার ভোটের আগেই উঠে আসছে ফ্লোরিডার সিনেটর রিক স্কটের নাম।

গত মঙ্গলবার তিনি আরও এক মেয়াদের জন্য পুন:নির্বাচিত হয়েছেন। এরপর থেকেই তার সহকর্মী টেক্সাসের জন করনিন এবং সাউথ ডাকোটার জন থুনের বিপরীতে তার নাম উঠে আসে।

কারণ জন করনিন এবং জন থুন- দুজনের কেউই ডোনাল্ড ট্রাম্প শিবিরের আস্থাভাজন ব্যক্তি নন। ফলে দলের তৃণমূল থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরাও এখন প্রকাশ্যে স্কটের কথা বলছেন। অ্যালাবামার টমি টিউবারভিলসহ অন্তত পাঁচজন স্কটকে সমর্থন করেছেন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র লিখেছেন, রিক স্কটকে ছাড়া ট্রাম্পের পুরো সংস্কার এজেন্ডা টলমল করবে। এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক ও মার্ক রুবিও স্কটকে সমর্থন করেছেন। সিনেটের বর্তমান রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল আগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনে কারা থাকতে পারেন
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নিয়ন্ত্রণ আসবে কি না তা এখনো জানা যায়নি। এমনটা হলে কংগ্রেসের উভয়কক্ষই তাদের নিয়ন্ত্রণে আসবে। ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনে কারা কাজ করবেন তাদের পর্যালোচনার কাজ শুরু হয়েছে।

এর মধ্যে গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউজের চীফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে।

প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এখন দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে তার নাম তালিকায় আছে বলে খবর পাওয়া যাচ্ছে।

অর্থমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে বিলিওনিয়ার স্কট বেসেন্টের নাম। ট্রাম্পের পুনঃনির্বাচনে তিনি মিলিয়ন ডলার ব্যয় করেছেন। এছাড়া ট্রাম্পের অর্থনীতি সংক্রান্ত নীতি আলোচনার প্রস্তুতিতেও তিনি সহায়তা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আসতে পারেন ক্রিস্টোফার মিলার। ক্যাপিটল হিলে দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

এখন দেশটির সামরিক বাহিনীর দেখভাল করতে তিনি আবার দায়িত্ব পেতে পারেন। এছাড়া টম হোম্যানের নাম শোনা যাচ্ছে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে। ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় সমর্থক তিনি। অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো এবং সীমান্ত বন্ধ করে দেওয়ার দায়িত্ব সম্ভবত তিনিই পাবেন।

ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ
যুক্তরাষ্ট্র সরকার বলতে সরকারের তিনটি শাখা- হোয়াইট হাউজ, কংগ্রেস এবং বিচার ব্যবস্থাকে বোঝায়। গত সপ্তাহের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী ডোনাল্ড ট্রাম্প যাবেন হোয়াইট হাউজে। এটি তাকে সরকারের নির্বাহী শাখার নিয়ন্ত্রণ দেবে।

রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে। এমনকি তারা প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে। আর এ দুটি মিলেই যুক্তরাষ্ট্র কংগ্রেস- যা সরকারের আইন প্রণয়নকারী অংশ।

ট্রাম্পের প্রথম মেয়াদে সুপ্রিম কোর্টে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছিল। এই সুপ্রিম কোর্টই হলো সরকারের তৃতীয় অঙ্গ। ট্রাম্পের উচ্চাভিলাষী নানা এজেন্ডা বাস্তবায়নে তাকে ফেডারেল প্রশাসন পুনর্গঠন করতে হতে পারে।

বিদায়ী প্রশাসনের অনেক নীতি পরিবর্তন কিংবা পাল্টাতে হতে পারে। এছাড়া জ্বালানি, অর্থনীতি, অভিবাসন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় সিদ্ধান্তও নিতে হতে পারে।

এখন নির্বাহী বিভাগ, কংগ্রেস এবং বিচার বিভাগ নিয়ন্ত্রণে থাকায় তারা সহজেই তাদের চিন্তাগুলো দ্রুত বিল আকারে উপস্থাপন করে পাশ করিয়ে নিতে পারবে। আর এতে প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটা আইন হয়ে যাবে। কেউ সেগুলো আদালতে চ্যালেঞ্জ করলেও আদালত তা বহাল রাখতে পারে। তা না হলে রিপাবলিকানরা সুপ্রিম কোর্টে যাবে, যা তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিবে।

টিটিএন

টাইমলাইন

  1. ০২:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সিনেটের নতুন নেতা কে হচ্ছেন?
  2. ০১:০১ পিএম, ১১ নভেম্বর ২০২৪ ইউরোপে শান্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার
  3. ০২:৪৫ পিএম, ১০ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
  4. ১১:৫৬ এএম, ১০ নভেম্বর ২০২৪ অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে
  5. ১২:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২৪ ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য বাইডেনকেই দায়ী করলেন পেলোসি
  6. ১১:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে হতাশ, দেশ ছাড়তে চাচ্ছেন অনেক মার্কিনি
  7. ১০:০০ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা
  8. ০৭:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৪ ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের
  9. ০৩:০৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে বিশ্বে কী প্রভাব পড়বে?
  10. ০২:৫৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে জয়ী ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর ভবিষ্যৎ কী?
  11. ০১:৫৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের লাভ কী?
  12. ০১:১০ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ যেভাবে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো ট্রাম্পের
  13. ১১:১৭ এএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে কেন হারলেন কমলা হ্যারিস?
  14. ১০:১২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট
  15. ০৯:৪২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ প্রেসিডেন্ট হয়ে প্রথমেই যে সাতটি কাজ করবেন ট্রাম্প
  16. ০৮:৫৯ এএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের বিজয়ে কী বলছে চীন?
  17. ০৮:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০২৪ পরাজয় মেনে নিলেন কমলা, ট্রাম্পকে সহায়তার ঘোষণা
  18. ০৪:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়
  19. ০৪:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে কাজ করতে উন্মুখ ইউরোপীয় কমিশন
  20. ০৩:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ বাড়লো ডলার-বিটকয়েনের দাম
  21. ০৩:২২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ পেনসিলভানিয়ার জয়ই এগিয়ে রেখেছে ট্রাম্পকে
  22. ০৩:০৭ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা
  23. ০১:১৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
  24. ০১:১২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ সব অঙ্গরাজ্যে ভোট শেষ, এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা
  25. ০১:০৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে ট্রাম্প, উল্লাসে মেতেছেন সমর্থকরা
  26. ১২:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে আরও এগিয়ে ট্রাম্প
  27. ১১:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন কমলা
  28. ১০:৫৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ দোদুল্যমান বেশিরভাগ রাজ্যেই এগিয়ে ট্রাম্প
  29. ১০:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের ২০০ পার, কমলা ১৫৩
  30. ১০:০৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান
  31. ০৯:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই
  32. ০৯:৩৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত
  33. ০৯:০৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ভোটগ্রহণ শেষ ৪০টির বেশি রাজ্যে, অপেক্ষা ফলাফলের
  34. ০৮:৫৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোন কোন রাজ্যে
  35. ০৮:৪২ এএম, ০৬ নভেম্বর ২০২৪ নেতা নয়, নীতির পরিবর্তনে লাভ হবে বাংলাদেশের
  36. ০৮:২৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প
  37. ০৫:০৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা
  38. ০৪:২৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ ভারতে কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা
  39. ০১:৪৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন
  40. ০১:২২ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ মুসলিম সমর্থকদের প্রশংসায় ট্রাম্প, মিশিগানে জয়ের আশা
  41. ১১:১০ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ-গণনা হয় যেভাবে
  42. ১০:০৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আদ্যোপান্ত
  43. ০৯:২৯ এএম, ০৫ নভেম্বর ২০২৪ কবে জানা যাবে মার্কিন নির্বাচনের ফল
  44. ০৯:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে বেশি ভোট পেলেও প্রেসিডেন্ট হওয়া যায় না কেন?
  45. ০৯:০৭ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ভোট যাবে কার পক্ষে?
  46. ০৮:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
  47. ০৮:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেলো বাংলা ভাষা