অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে
যুক্তরাষ্ট্রের শেষ সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও জয়ী হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোতেই জয় পেলেন। ফলে এখন পর্যন্ত ৩১২টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হয়েছেন ২২৬টিতে। খবর বিবিসির।
অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ভোট ১১টি। যদিও ওই অঙ্গরাজ্যের কলেজ ভোট নিশ্চিত হওয়ার আগেই ম্যাজিক ফিগার পার করতে সক্ষম হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোতে বিশেষ সুবিধা করতে পারেননি ট্রাম্প। ফলে নির্বাচনে দ্বিতীয় বারের মতো জয়ী হওয়ার আশা ভঙ্গ হয় তার। কিন্তু এবার সেসব রাজ্যে দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। জয় ছিনিয়ে এনেছেন বেশিরভাগ ব্যাটেলগ্রাউন্ডে।
প্রেসিডেন্ট হতে প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোট। বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। কিন্তু কিছু রাজ্য আছে সেখানে কখনও ডেমোক্র্যাট আবার কখনও রিপাবলিকানরা জয়ী হয়। আমেরিকার নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় ‘রেড স্টেট’ বা ‘লাল রাজ্য’ আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ‘ব্লু স্টেট’ বা ‘নীল রাজ্য’।
ফলে এসব রাজ্য নিয়ে প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে হয় না বা মনোযোগ দিতে হয় না। হাতে গোনা যে রাজ্যগুলোর ভোট প্রার্থীদের কারণে যে কোনো শিবিরে যেতে পারে সেগুলোকে ‘সুইং স্টেট’ বলে। মূলত প্রার্থীরা এসব রাজ্যের দিকেই বেশি মনোযোগী থাকেন। কারণ সেখানে ভোট কোন পার্টির পক্ষে যাবে, তা নির্দিষ্ট করে বোঝা যায় না।
এগুলোই হলো আমেরিকান নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এগুলোকেই অনেকে বলে থাকে ‘বেগুনি রাজ্য’। প্রার্থীদের কাছে এসব অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এই অঙ্গরাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় জয় পরাজয়ের মূল চাবিকাঠি। এই রাজ্যগুলোতেই হয় মূল প্রতিদ্বন্দ্বিতা।
এ বছরের নির্বাচনে সুইং স্টেট হিসাবে পরিচিত পাওয়া রাজ্যগুলোর মধ্যে ছিল অ্যারিজোনা, পেনসিলভানিয়া, জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা এবং নেভাদা। ২০১৬ সালেও এই অঙ্গরাজ্যগুলো ‘ব্যাটল-গ্রাউন্ড স্টেট’ হয়ে উঠেছিল।
প্রত্যেক নির্বাচনের সময় দেখা গেছে যেসব রাজ্যের ভোট বেশি, প্রার্থীরা সেসব রাজ্যে নির্বাচনী প্রচারণার পেছনে অনেক বেশি সময় ও অর্থ ব্যয় করে থাকেন।
অ্যারিজোনায় ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে সেখানে জয় পেলেও গত বারের নির্বাচনে ভালো করতে পারেননি তিনি। তবে এবার দ্বিতীয় বারের মতো সেখানে জয় ছিনিয়ে এনেছেন ট্রাম্প।এবারের নির্বাচনে ওই অঙ্গরাজ্যে কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন এই রিপাবলিকান প্রার্থী।
অপরদিকে পেনসিলভানিয়ায় ২০২০ সালে জো বাইডেন জয়ী হলেও এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সেখানে জয় ছিনিয়ে আনতে পারেননি। তাকে হারিয়েছে এবার সেখানে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
জর্জিয়ায় গত বারের নির্বাচনে বাইডেনের কাছে হেরে গেলেও এবার কমলাকে হারিয়েছেন ট্রাম্প। ওই অঙ্গরাজ্যে ২০১৬ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি হিলারিকে পরাজিত করে জয় ছিনিয়ে আনেন।
এছাড়া এবারের নির্বাচনে উইসকনসিন, মিশিগান এবং নর্থ ক্যারোলাইনাতেও কমলাকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। উইসকনসিন এবং মিশিগানে ২০১৬ সালে হিলারিকে হারিয়ে জয় নিশ্চিত করলেও গতবারের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু এই দুই রাজ্যে এবার বেশ দারুণ প্রত্যাবর্তন ঘটেছে তার।
মূলত এবার সুইং স্টেটগুলোতে দারুণভাবে সাফল্য ছিনিয়ে আনার কারণেই প্রেসিডেন্ট পদে জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের। ২০১৬ সালে জয়ী হয়েছেন এমন অনেক অঙ্গরাজ্যেই ২০২০ সালে বাইডেনের কাছে হেরে যান তিনি। কিন্তু সেই পরাজয়কেই এবার অসাধারণ সাফল্যে বদলে ফেলেছেন ট্রাম্প। ফলে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন এই রিপাবলিকান প্রার্থী।
টিটিএন
টাইমলাইন
- ০২:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সিনেটের নতুন নেতা কে হচ্ছেন?
- ০১:০১ পিএম, ১১ নভেম্বর ২০২৪ ইউরোপে শান্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার
- ০২:৪৫ পিএম, ১০ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
- ১১:৫৬ এএম, ১০ নভেম্বর ২০২৪ অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে
- ১২:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২৪ ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য বাইডেনকেই দায়ী করলেন পেলোসি
- ১১:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে হতাশ, দেশ ছাড়তে চাচ্ছেন অনেক মার্কিনি
- ১০:০০ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা
- ০৭:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৪ ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের
- ০৩:০৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে বিশ্বে কী প্রভাব পড়বে?
- ০২:৫৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে জয়ী ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর ভবিষ্যৎ কী?
- ০১:৫৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের লাভ কী?
- ০১:১০ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ যেভাবে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো ট্রাম্পের
- ১১:১৭ এএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে কেন হারলেন কমলা হ্যারিস?
- ১০:১২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট
- ০৯:৪২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ প্রেসিডেন্ট হয়ে প্রথমেই যে সাতটি কাজ করবেন ট্রাম্প
- ০৮:৫৯ এএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের বিজয়ে কী বলছে চীন?
- ০৮:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০২৪ পরাজয় মেনে নিলেন কমলা, ট্রাম্পকে সহায়তার ঘোষণা
- ০৪:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়
- ০৪:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে কাজ করতে উন্মুখ ইউরোপীয় কমিশন
- ০৩:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ বাড়লো ডলার-বিটকয়েনের দাম
- ০৩:২২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ পেনসিলভানিয়ার জয়ই এগিয়ে রেখেছে ট্রাম্পকে
- ০৩:০৭ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা
- ০১:১৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
- ০১:১২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ সব অঙ্গরাজ্যে ভোট শেষ, এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা
- ০১:০৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে ট্রাম্প, উল্লাসে মেতেছেন সমর্থকরা
- ১২:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে আরও এগিয়ে ট্রাম্প
- ১১:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন কমলা
- ১০:৫৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ দোদুল্যমান বেশিরভাগ রাজ্যেই এগিয়ে ট্রাম্প
- ১০:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের ২০০ পার, কমলা ১৫৩
- ১০:০৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান
- ০৯:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই
- ০৯:৩৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত
- ০৯:০৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ভোটগ্রহণ শেষ ৪০টির বেশি রাজ্যে, অপেক্ষা ফলাফলের
- ০৮:৫৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোন কোন রাজ্যে
- ০৮:৪২ এএম, ০৬ নভেম্বর ২০২৪ নেতা নয়, নীতির পরিবর্তনে লাভ হবে বাংলাদেশের
- ০৮:২৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প
- ০৫:০৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা
- ০৪:২৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ ভারতে কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা
- ০১:৪৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন
- ০১:২২ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ মুসলিম সমর্থকদের প্রশংসায় ট্রাম্প, মিশিগানে জয়ের আশা
- ১১:১০ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ-গণনা হয় যেভাবে
- ১০:০৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আদ্যোপান্ত
- ০৯:২৯ এএম, ০৫ নভেম্বর ২০২৪ কবে জানা যাবে মার্কিন নির্বাচনের ফল
- ০৯:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে বেশি ভোট পেলেও প্রেসিডেন্ট হওয়া যায় না কেন?
- ০৯:০৭ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ভোট যাবে কার পক্ষে?
- ০৮:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
- ০৮:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেলো বাংলা ভাষা