ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু: জাতিসংঘ
গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের একটি সিস্টেম্যাটিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি এবং এ ঘটনায় যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে।

গাজা-লেবাননে আরও শতাধিক প্রাণহানি
গাজা ও লেবাননে গত ২৪ ঘণ্টায় শতাধিক নিহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, অবরুদ্ধ এলাকাটিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফলাফল, ক্যাপিটল হিলে ঘটে যায় ভয়াবহ দাঙ্গা-হামলার ঘটনা। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন তিনি, হেরে গেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টি। কিন্তু এবার আর গতবারের মতো সংঘাতের আশঙ্কা নেই। কারণ, এরই মধ্যে পরাজয় স্বীকার করেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও।

ক্যাম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউজের বড় দায়িত্ব দিলেন ট্রাম্প
ক্যাম্পেইন ম্যানেজার সুসি ওয়াইলসকে নতুন দায়িত্ব দিয়ে হোয়াইট হাউজে নিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সুসি ওভাল অফিসের ‘চিফ অব স্টাফ’ পদে নিযুক্ত হচ্ছেন। তার কাজ হবে বাকি প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসূত্র তৈরি করা। ট্রাম্পের ভাবনা প্রশাসনিক স্তরে রূপায়িত হচ্ছে কি না, তা-ও নজরে রাখবেন তিনি।

ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, তার সঙ্গে সংলাপ করতে মস্কো প্রস্তুত।

রাখাইনে দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের, বাড়তে পারে সংঘাত
মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এটি সেখানে জন্য আরও বড় সংকটের পূর্বাভাস দিচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের ভেনচুরা কাউন্টিতে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ২০ হাজার ৪৮৫ একরেরও বেশি এলাকা। প্রাণ বাঁচাতে অন্তত ১৪ হাজার বাসিন্দাকে দ্রুত ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ‘মাউন্টেন ফায়ার’ নামে পরিচিত এই দাবানল গত বুধবার সকালে শুরু হয় এবং প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা, ২ স্কুলছাত্র নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক সন্ত্রাসী হামলায় চারজন সেনা সদস্য ও দুইজন স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে।

জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী
মুসলিম সংগঠন জামাত-ই-ইসলামির সমর্থনে কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি নয়, এমন অভিযোগ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

জার্মানিতে শিগগির আস্থাভোট চান বিরোধীরা
প্রধান বিরোধী দল সিডিইউ-এর নেতা ফ্রিডরিখ মেরজের সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের বৈঠক হয়েছে। শলৎস এই আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। তারপর মেরজ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে একঘণ্টা ধরে কথা হয়।

কেএএ/এএসএম