ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কানাডায় মন্দিরে হামলাকে ‘কাপুরুষোচিত’ বললেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪

কানাডার টরন্টোতে মন্দিরে হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘটনার নিন্দা জানিয়ে সোমবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, কানাডায় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের কূটনীতিকদের এভাবে ভয় দেখানো কাপুরুষোচিত পদক্ষেপ। এভাবে ভারতের সংকল্প ও দৃঢ়তাকে দুর্বল করা যাবে না। আমরা আশা করছি, দোষীদের শাস্তি দিতে কানাডা সরকার দ্রুত পদক্ষেপ নেবে ও আইনের শাসন প্রতিষ্ঠিত রাখবে।

রোববার (৩ নভেম্বর) টরন্টোর কাছে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে হামলা চালায় কানাডায় বসবাসরত খালিস্তানপন্থিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত কিছু মানুষ টরন্টো সেবা মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ও সেখানে থাকা হিন্দুদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানায় ভারতীয় দূতাবাস।

হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, এমন নৃশংস হামলা অপ্রত্যাশিত ও কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিটি নাগরিকের নিরাপদে ও স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে।

কানাডার নাগরিক খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক গত কয়েক মাস ধরেই তলানীতে। এরই মধ্যে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটলো। এ নিয়ে দুই দেশের উত্তেজনা আবারও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে হারদিপ সিং নিজ্জারকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন। তারপর থেকেই ভারত-কানাডার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। ট্রুডোর অভিযোগকে অযৌক্তিক ও প্রভাবিত বলে দাবি করে নয়া দিল্লি। তাছাড়া গত মাসেই নিজ্জার হত্যাকাণ্ডের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে বিস্ফোরক দাবি তোলে কানাডা।

সূত্র: এনডিটিভি

এসএএইচ