ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেশি ভোট পেলেও প্রেসিডেন্ট হওয়া যায় না কেন?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪

সাধারণত নির্বাচনে প্রার্থীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পান, তিনিই জয়লাভ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী বেশি সংখ্যক ভোটারের ভোট (পপুলার ভোট) পাওয়ার পরও অনেক সময় বিজয়ী নাও হতে পারেন।

এর কারণ দেশটিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না। সেখানে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় ‘ইলেক্টোরাল কলেজ’ নামে বিশেষ একটি ব্যবস্থায়। এক্ষেত্রে জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারিত হয় স্থানীয়ভাবে অর্থাৎ প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ হলো একজন প্রেসিডেন্ট প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবগুলো ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। দেশটিতে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।

মাইন ও নেব্রাসকা- এই দুটি অঙ্গরাজ্য বাদে বাকি ৪৮টি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিয়ে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পাবেন, তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। আর বিজয়ী প্রার্থীর প্রার্থীর রানিং মেট হবেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

সাধারণ ভোটারদের ভোটে পিছিয়ে থেকেও ইলেকটোরাল ভোটে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত পাঁচজন ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যার মধ্যে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও জর্জ ডব্লিউ বুশও রয়েছেন।

ইলেকটোরাল কলেজ আসলে কী?
ইলেকটোরাল কলেজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ব্যবহৃত রাষ্ট্র ও কেন্দ্রীয় আইনের একটি জটিল ব্যবস্থা, যা দেশটির সংবিধান দ্বারা নির্ধারিত। ‘কলেজ’ শব্দটির অর্থ এখানে সেই ব্যক্তিদের বোঝানো হয়, যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার অধিকারী।

ইলেকটোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল, যাদের ইলেকটরস বলা হয়। এরা এক কথায় নির্বাচক মণ্ডলী। প্রতি চার বছর পর পর এটি গঠন করা হয় এবং এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট বাছাই করেন।

কংগ্রেসে প্রতিনিধিত্বের অনুপাতে প্রতিটি স্টেট বা অঙ্গরাজ্যে ইলেকটরসের সংখ্যা নির্ধারিত হয়: যা নির্ধারিত হয় স্টেটে সিনেটরের সংখ্যা (প্রত্যেক স্টেটে দুইজন) এবং প্রতিনিধি পরিষদে প্রতিনিধির (যা জনসংখ্যার অনুপাতে) যোগফল মিলে।

ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি, সেসব রাজ্যে ইলেকটোরাল ভোটও বেশি।
সবচেয়ে বড় ছয়টি স্টেট হলো ক্যালিফোর্নিয়া (৫৫), টেক্সাস (৪০), নিউইয়র্ক (২৯), ফ্লোরিডা (২৯), ইলিনয় (২০) এবং পেনসিলভানিয়া (২০)।

এই পদ্ধতির ফলে ছোট রাজ্যগুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। যার অর্থ হচ্ছে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে অবশ্যই পুরো দেশজুড়ে ভোট পেতে হবে। সাধারণত অঙ্গরাজ্যগুলো তাদের হাতে থাকা ইলেকটোরাল ভোট সেই প্রার্থীকেই দেয়, যিনি ওই অঙ্গরাজ্যের ভোটারদের সরাসরি ভোটে জয়ী হয়েছেন।

ধরা যাক, টেক্সাসে একজন প্রার্থী ভোটারদের সরাসরি ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন, তাহলে ওই অঙ্গরাজ্যের হাতে থাকা ৪০টি ইলেক্টোরাল ভোটের সবগুলো সেই প্রার্থীই পেয়ে যাবেন।

একটি অঙ্গরাজ্যে জয়ের ব্যবধান যদি বিরাট হয়ও তারপরেও বিজয়ী প্রার্থী ওই নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোটই পাবেন। ফলে সবগুলো অঙ্গরাজ্য মিলিয়ে একজন প্রার্থী ভোটারদের ভোট বেশি পাওয়ার পরেও ইলেকটোরাল ভোট কম পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতে পারেন।

২০০০ সালে ডেমোক্র্যাট প্রার্থী আল গোর এবং ২০১৬ সালে আরেক প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষেত্রে তেমনটাই ঘটেছিল।

ইলেকটোরাল ভোটে ‘টাই’ হলে কী হবে?
ইলেকটোরাল ভোটে যদি কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পান, সেক্ষেত্রে মার্কিন আইন সভার নিম্ন-কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ভোট দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদের সদস্যরা শীর্ষ তিন প্রার্থীর ভেতর থেকে একজনকে প্রেসিডেন্ট হিসাবে বাছাই করে থাকেন। বাকি দুইজন প্রার্থীর ভেতর থেকে একজনকে ভাইস-প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয় দেশটির সিনেট।

যদিও এরকম ঘটনা মার্কিন ইতিহাসে একবারই ঘটেছে। ১৮২৪ সালে এভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জন কুইনসি অ্যাডামস। তবে বর্তমানে অবশ্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি দু’টির যে আধিপত্য রয়েছে, তাতে ওইরকম ঘটনা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

টিটিএন

টাইমলাইন

  1. ০২:৫২ পিএম, ১১ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সিনেটের নতুন নেতা কে হচ্ছেন?
  2. ০১:০১ পিএম, ১১ নভেম্বর ২০২৪ ইউরোপে শান্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার
  3. ০২:৪৫ পিএম, ১০ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
  4. ১১:৫৬ এএম, ১০ নভেম্বর ২০২৪ অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে
  5. ১২:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২৪ ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য বাইডেনকেই দায়ী করলেন পেলোসি
  6. ১১:৪৯ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে হতাশ, দেশ ছাড়তে চাচ্ছেন অনেক মার্কিনি
  7. ১০:০০ এএম, ০৯ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা
  8. ০৭:৪৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৪ ট্রাম্পের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ ঘোষণা বাইডেনের
  9. ০৩:০৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের জয়ে বিশ্বে কী প্রভাব পড়বে?
  10. ০২:৫৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে জয়ী ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর ভবিষ্যৎ কী?
  11. ০১:৫৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্প প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের লাভ কী?
  12. ০১:১০ পিএম, ০৭ নভেম্বর ২০২৪ যেভাবে ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো ট্রাম্পের
  13. ১১:১৭ এএম, ০৭ নভেম্বর ২০২৪ নির্বাচনে কেন হারলেন কমলা হ্যারিস?
  14. ১০:১২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ রিপাবলিকানদের দখলে যাচ্ছে সিনেট
  15. ০৯:৪২ এএম, ০৭ নভেম্বর ২০২৪ প্রেসিডেন্ট হয়ে প্রথমেই যে সাতটি কাজ করবেন ট্রাম্প
  16. ০৮:৫৯ এএম, ০৭ নভেম্বর ২০২৪ ট্রাম্পের বিজয়ে কী বলছে চীন?
  17. ০৮:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০২৪ পরাজয় মেনে নিলেন কমলা, ট্রাম্পকে সহায়তার ঘোষণা
  18. ০৪:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়
  19. ০৪:১৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে কাজ করতে উন্মুখ ইউরোপীয় কমিশন
  20. ০৩:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ বাড়লো ডলার-বিটকয়েনের দাম
  21. ০৩:২২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ পেনসিলভানিয়ার জয়ই এগিয়ে রেখেছে ট্রাম্পকে
  22. ০৩:০৭ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা
  23. ০১:১৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
  24. ০১:১২ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ সব অঙ্গরাজ্যে ভোট শেষ, এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা
  25. ০১:০৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে ট্রাম্প, উল্লাসে মেতেছেন সমর্থকরা
  26. ১২:৪৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৪ জয়ের পথে আরও এগিয়ে ট্রাম্প
  27. ১১:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন কমলা
  28. ১০:৫৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ দোদুল্যমান বেশিরভাগ রাজ্যেই এগিয়ে ট্রাম্প
  29. ১০:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ট্রাম্পের ২০০ পার, কমলা ১৫৩
  30. ১০:০৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান
  31. ০৯:৪৮ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই
  32. ০৯:৩৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত
  33. ০৯:০৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ ভোটগ্রহণ শেষ ৪০টির বেশি রাজ্যে, অপেক্ষা ফলাফলের
  34. ০৮:৫৫ এএম, ০৬ নভেম্বর ২০২৪ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোন কোন রাজ্যে
  35. ০৮:৪২ এএম, ০৬ নভেম্বর ২০২৪ নেতা নয়, নীতির পরিবর্তনে লাভ হবে বাংলাদেশের
  36. ০৮:২৭ এএম, ০৬ নভেম্বর ২০২৪ প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প
  37. ০৫:০৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা
  38. ০৪:২৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ ভারতে কমলা হ্যারিসের জন্য বিশেষ প্রার্থনা
  39. ০১:৪৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন
  40. ০১:২২ পিএম, ০৫ নভেম্বর ২০২৪ মুসলিম সমর্থকদের প্রশংসায় ট্রাম্প, মিশিগানে জয়ের আশা
  41. ১১:১০ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ-গণনা হয় যেভাবে
  42. ১০:০৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আদ্যোপান্ত
  43. ০৯:২৯ এএম, ০৫ নভেম্বর ২০২৪ কবে জানা যাবে মার্কিন নির্বাচনের ফল
  44. ০৯:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রে বেশি ভোট পেলেও প্রেসিডেন্ট হওয়া যায় না কেন?
  45. ০৯:০৭ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ভোট যাবে কার পক্ষে?
  46. ০৮:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ
  47. ০৮:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেলো বাংলা ভাষা