গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯৫ জন নিহত
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। ফলে অবরুদ্ধ উপত্যকায় মৃত্যুর মিছিল যেনো থামছেই না। দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলের হামলায় গাজাজুড়ে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অধিকাংশই নিহত হয়েছেন উত্তর গাজায়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৩ হাজার ২০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।
তাছাড়া লেবাননে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। দেশটিতে আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই লেবাননে প্রাণ হারিয়েছেন ৪৫ জন।
এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার নীতি গ্রহণ করেছে ইসরায়েল। দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মেডিকেল স্থাপনা ও কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
অন্যদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হবে বলে জানিয়েছেন লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে লেবাননে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। ওয়াশিংটনের লেখা ওই চুক্তির খসড়া এরই মধ্যে লেবাননে পাঠানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম