ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কলকাতায় বাংলাদেশি পর্যটকদের দেখা নেই, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়েই চলছে দীপাবলি উৎসব। কলকাতার অলি-গলি, বাড়ির ছাদ সেজেছে নিয়ন আলোয়। এমনকি কলকাতার এক টুকরো ছোট্ট বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেট চত্বরও উৎসবের আমেজে সেজে উঠেছে। কিন্তু চলতি বছরের দীপাবলি উৎসবেও চরম ক্ষতির মুখে পড়েছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা।

রিপাবলিকান হয়েও কমলাকে ভোট দেওয়ার কথা জানালেন শোয়ার্জনেগার

বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ একটি লেখায় এই তারকা লিখেছেন, আমি সত্যিই কারও পক্ষে ঢালাও সমর্থন দিচ্ছি না। তবে আমি আমার মতামত তুলে ধরতে লজ্জা পাই না, যদিও রাজনীতিকে ঘৃণা করি ও বেশিরভাগ রাজনীতিবিদদেরই বিশ্বাস করি না। আর, একজন রিপাবলিকান হওয়ার আগে, আমি সবসময়ই একজন আমেরিকান। আর তাই এবারের নির্বাচনে আমি কমলা হ্যারিস ও ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজকে ভোট দিচ্ছি।

নির্বাচনের আগে ময়লার ট্রাক চালালেন ট্রাম্প, বাইডেন-কমলাকে কটাক্ষ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। তাদের এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পের সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে এক অভিনব কৌশলে প্রতিপক্ষকে জবাব দিলেন ট্রাম্প। একটি গারবেজ ট্রাক চালিয়ে তিনি অভিযোগ করেছেন, বাইডেন ও কমলা হ্যারিস ‘মার্কিন জনগণকে ঘৃণা করেন’।

ভারত-চীন সীমান্তে সেনাদের মিষ্টি বিতরণ

দীপাবলি উপলক্ষে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন ভারত ও চীনের সেনারা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) পাঁচটি পয়েন্টে এই মিষ্টি বিতরণ করা হয়। পূর্ব লাদাখের ডেপস্যাং ও ডেমচকে ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান থেকে সরে আসার একদিন পর এই মিষ্টি বিতরণ করা হলো।

শিগগির লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে

শিগগির লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হবে বলে জানিয়েছেন লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লেবাননভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম আল জাদিদ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

কাজে খুশি হয়ে ঠিকাদারকে এক কোটি রুপির ঘড়ি উপহার

জানা গেছে, ৯ একর জমির ওপর একটি সুদৃশ্য ভবন বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রাজেন্দ্র সিংহ রূপরা নামে এক ঠিকাদারকে। পাঞ্জাবের ব্যবসায়ী গুরদীপ দেব বাথ এই দায়িত্ব দিয়েছিলেন রূপরাকে। ঠিকাদারকে সময়ও বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ী। কিন্তু সেই সময় পার হওয়ার আগেই ব্যবসায়ীর পছন্দের সেই ভবন বানিয়ে ফেলেন ঠিকাদার।

তাইওয়ানে সুপার টাইফুনের আঘাতে একজনের মৃত্যু, আহত ৭৩

তাইওয়ানে আঘাত হেনেছে সুপার টাইফুন কং-রে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া টাইফুনের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আরও ৭৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তাইওয়ানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে জাতীয় দমকল সংস্থা।

ইন্দোনেশিয়ার সমুদ্রসৈকতে আটকা পড়েছেন ৯০ রোহিঙ্গা

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে শিশুসহ অন্তত ৯০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার একটি সমুদ্রসৈকতে আটকা পড়েছেন। তাছাড়া সেখানের আশপাশ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই ঘটে মারাত্মক দুর্ঘটনা।

নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী

চলতি বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ত্রিশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী। ছোট নৌকা ব্যবহার করে তারা দেশটিতে গেছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে। যুক্তরাজ্যের বর্তমান সরকার যখন অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধের চেষ্টা করছে ঠিক তখনই এমন খবর এল। যদিও নির্বাচনের আগে দলটি এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল।

নিউইয়র্কে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, ঘটনার পরপরই তারা এলাকাটি ঘিরে ফেলে এবং দ্রুত তদন্ত শুরু করে।

এসএএইচ/জেআইএম