সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ অক্টোবর ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেই: ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনীতিতে যোগ দেওয়া কিংবা রাজনৈতিক দল গঠন করার কোনো ইচ্ছা তার নেই। তার সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি।
একদিনেই গাজায় ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন থামছেই না। মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে দখলদার বাহিনীর তাণ্ডবে কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩২ জনই গাজার উত্তরাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছে। একটি মেডিক্যাল সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৭
লেবাননে একদিনেই ইসরায়েলি হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা শুরু হয়। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৭৮৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১২ হাজার ৭৭২ জন।
সৈন্য সংকটে ইসরায়েল, যুদ্ধ চালাতে হিমশিম
গাজায় এক বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যরা। এ অবস্থায় দেশটি নতুন সৈন্য সংগ্রহেও সমস্যার মুখে পড়েছে, বিশেষ করে, তারা যখন লেবাননে নতুন করে যুদ্ধ শুরু করেছে।
স্পেনে আকস্মিক বন্যায় ৫১ জনের মৃত্যু
স্পেনের পূর্বাঞ্চলীয় ভেলেনসিয়া অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বন্যায় রাস্তা-ঘাট এবং বিভিন্ন শহর পানিতে তলিয়ে গেছে।
খালিস্তানপন্থিদের ওপর হামলায় অমিত শাহকে অভিযুক্ত করলো কানাডা
এবার কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদেরকে লক্ষ্যবন্তু করার ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও নরেন্দ্র মোদীর ঘণিষ্ঠ মিত্র অমিত শাহ রয়েছে বলে দাবি করলো কানাডিয়ান সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) এমন বিষ্ফোরক অভিযোগের বিষয়টি সামনে আনেন কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন।
নির্বাচনের আগে সমাপনী বক্তব্যে যা বললেন ট্রাম্প-কমলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শেষ দিকে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভোটারদের উদ্দেশ্যে তাদের সমাপনী বক্তব্য প্রদান করেছেন।
টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনী
বিশ্বব্যাপী টিকটকের জনপ্রিয়তা বাড়ছেই। এর মূল সংস্থা বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণও বেড়ে গেছে। ফলে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইমিং। গবেষণা প্রতিষ্ঠান হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ঝাং ইমিংয়ের বর্তমান সম্পদের মূল্য ৪ হাজার ৯৩০ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেড়েছে।
আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত পশ্চিমবঙ্গ
রাত পোহালেই ভারতসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপন করা হবে আলোর উৎসব দীপাবলি বা ধনতেরাস। এই উৎসবে ভেসে যাবে গ্রাম, শহর থেকে কল্লোলিনী তিলোত্তমার রাজপথ। বছরের এই দিনটিতে কলকাতাজুড়ে আতশবাজি থেকে মোমবাতি, প্রদীপ, টুনি বাল্বসহ হরেকরকম নিয়ন আলোয় ঘর সাজায় মানুষ।
ভারতে ২ যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত
ভারতের উড়িষ্যায় দুই যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে সুন্দরগড় জেলার করমাডিহি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
কেএএ/এমএস