ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চোখ রাঙাচ্ছে ‘দানা’, পশ্চিমবঙ্গের ৯ জেলায় স্কুল বন্ধ ঘোষণা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৩ অক্টোবর ২০২৪

আলোর উৎসব দীপাবলির আগে পশ্চিমবঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। সে কারণে প্রতি মূহুর্তেই কড়া নজর রাখেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের ৯ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার (২৩ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত রাজ্যের স্কুলগুলো বন্ধ থাকবে। আপৎকালীন কাজের জন্য অনেক সরকারি অফিসেই কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ভয়াবহতা নিয়ে মঙ্গলবার ২২ (অক্টোবর) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখান থেকে একাধিক সতর্কবার্তা ও বিধিনিষেধ জারির কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, কেউ গিয়ে কোনো বিপদে পড়ুক সেই ঝুঁকিটা আমরা নিতে চাই না। তাছাড়া অনেক সময় দূর্গত এলাকার মানুষদের নিয়ে এসে স্কুলে রাখতে হয়। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট জেলায় অবস্থিত সব ‘ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস’ (আইসিডিএস) বন্ধ রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তা সিস্টেম রয়েছে, সেটা থেকে একটা নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা আছে। এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঝড় হিসাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে পুরি এবং সাগরদ্বীপের যে কোনো স্থানে আঘাত হানবে।

সে সময় বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। কিন্তু কোথাও কোথাও প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলোতেও এর প্রভাব পড়তে পারে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।

মুখ্যমন্ত্রী আরও বলেন সমুদ্রের ধারে পর্যটকদের আনাগোনায় বিধিনিষেধ জারি করা হচ্ছে। প্রকৃতি কখন তার ভয়াল রূপ ধারণ করবে সেটা আমরা কেউ জানি না, তাই আমরা আগামীকাল থেকে ব্যবস্থা নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলোতে ফেরি চলাচল বন্ধ থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ নদীমাতৃক বলে এখানে ঝড়-বৃষ্টি বেশি হয়। এ কারণে আমাদের অনেক সাইক্লোন সেন্টার তৈরি আছে। তাছাড়া অনেক সময় স্কুল, কলেজেও ত্রাণ শিবিরের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও উড়িষ্যা উপকূলের মধ্যে কোনো এক জায়গায় আছরে পড়তে পারে ‘দানা’। এর প্রভাবে গভীর নিম্নচাপ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হলে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।

পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতোমধ্যেই যারা সমুদ্রে মাছ ধরতে চলে গেছেন তাদের সবাইকে দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানের সরিয়ে নেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলে চলছে মাইকিং।

ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য পরিণতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পূর্ব রেল। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে প্রস্তুতি হিসাবে পূর্ব রেলের সব বিভাগ আগাম সর্তকতামূলক বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল ১৩৫ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে যেন বিমান চলাচলে কোনো অসুবিধা না হয় বা বিপদ এড়াতে যে কোনো ব্যবস্থা নিতে তৎপর রয়েছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই বিমানগুলোকে কিভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, কোথায় রাখা হবে, ফ্লাইট বাতিল হবে নাকি ভিন্ন পথে চলবে এসব বিষয় নিয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে।

ডিডি/টিটিএন

টাইমলাইন

  1. ১০:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানার প্রভাব নেই মোংলায়
  2. ১০:৫৫ এএম, ২৫ অক্টোবর ২০২৪ উড়িষ্যায় আঘাত হেনে শক্তি হারালো ঘূর্ণিঝড় দানা
  3. ০৯:১৭ এএম, ২৫ অক্টোবর ২০২৪ প্রবল বেগে ঝড় বইছে উড়িষ্যায়, পশ্চিমবঙ্গেও বৃষ্টি
  4. ০৮:২৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানায় তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
  5. ০৮:১৪ এএম, ২৫ অক্টোবর ২০২৪ উড়িষ্যায় স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা
  6. ১২:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় ‘দানা’র বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই
  7. ১১:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানা মোংলা থেকে ৩৮৫ কিলোমিটার দূরে
  8. ০৮:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ চিন্তায় উপকূলের কয়েক লাখ কৃষক
  9. ০৬:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
  10. ০৫:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ নোয়াখালীতে প্রস্তুত ১০২ মেডিকেল টিম, ৪৮৬ আশ্রয়কেন্দ্র
  11. ০৫:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানার প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে যেসব জেলায়
  12. ০৪:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ‘দানা’ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল
  13. ০৩:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ
  14. ০৩:৪৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ উত্তাল ঢেউয়ে ফেরির ধাক্কা, ভাঙলো ইনানীর নৌবাহিনীর জেটি
  15. ০৩:৩১ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা
  16. ০১:৫৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানার প্রভাব কম থাকবে বাংলাদেশে
  17. ০১:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ উপকূলে ভাঙন আতঙ্ক, বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া
  18. ১২:৪৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানা: উপকূলে বৃষ্টি, দমকা হাওয়ায় উত্তাল সাগর
  19. ১২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানা: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
  20. ১২:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় দানা: মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি
  21. ১২:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২৪ কয়েকটি জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
  22. ১০:৫৫ এএম, ২৪ অক্টোবর ২০২৪ কক্সবাজারে উত্তাল সাগরে গোসলে মত্ত পর্যটকরা
  23. ১০:৩০ এএম, ২৪ অক্টোবর ২০২৪ দানার প্রভাবে বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় সাতক্ষীরা উপকূলবাসী
  24. ০৯:৪৬ এএম, ২৪ অক্টোবর ২০২৪ উড়িষ্যা-পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু
  25. ০৯:২২ এএম, ২৪ অক্টোবর ২০২৪ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি হতে পারে ৮ অঞ্চলে
  26. ০৯:০৯ এএম, ২৪ অক্টোবর ২০২৪ পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে ‘দানা’, অতিভারী বৃষ্টির আভাস
  27. ০৮:২৩ এএম, ২৪ অক্টোবর ২০২৪ সাতক্ষীরায় দানা মোকাবিলায় প্রস্তুত ৮৮৭ সাইক্লোন শেল্টার
  28. ০৮:১৩ এএম, ২৪ অক্টোবর ২০২৪ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘দানা’
  29. ০৭:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি
  30. ০৭:১২ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
  31. ০৫:৩৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
  32. ০২:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন, সাগর স্বাভাবিক
  33. ০২:৩১ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ টেকনাফ-সেন্টমার্টিনে প্রভাব নেই ঘূর্ণিঝড় দানার
  34. ০২:০২ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ সাতক্ষীরা উপকূলে শুরু হয়েছে বৃষ্টি
  35. ০২:০০ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ পটুয়াখালীতে ৮২৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত
  36. ০১:৩৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বন্দরে ২ নম্বর সংকেত, কুয়াকাটায় গুমোট পরিবেশ
  37. ০১:০০ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড়ের নাম ‘দানা’ কেন?
  38. ১২:৪৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ ‘দানা’ মোকাবিলায় খুলনায় প্রস্তুত ৬০৪ সাইক্লোন শেল্টার
  39. ১১:২৫ এএম, ২৩ অক্টোবর ২০২৪ দেশের যেসব অঞ্চলে প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’
  40. ১০:২৬ এএম, ২৩ অক্টোবর ২০২৪ সাগরে ঘূর্ণিঝড় ‘দানা’ সৃষ্টি, দুই নম্বর সতর্ক সংকেত
  41. ০৯:১৬ এএম, ২৩ অক্টোবর ২০২৪ চোখ রাঙাচ্ছে ‘দানা’, পশ্চিমবঙ্গের ৯ জেলায় স্কুল বন্ধ ঘোষণা
  42. ০৬:০৪ পিএম, ২০ অক্টোবর ২০২৪ ঘূর্ণিঝড় ‘দানা’র ঝাপটায় তছনছ হতে পারে পশ্চিমবঙ্গ