শরণার্থী শিবিরে হামলা যুদ্ধাপরাধের সামিল : জাতিসংঘ
সিরীয় শরণার্থী শিবিরে বিমান হামলা যুদ্ধাপরাধের সামিল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তা স্টিফেন ও`ব্রিয়েন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব শহরে একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক মানুষ। ওই শরণার্থী শিবিরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।
রিপোর্টে বলা হয়েছে, সিরীয় বাহিনী এবং রাশিয়ার বিমান বিদ্রোহী অধ্যুষিত এলাকায় হামলা চালায়। তবে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিরীয় বাহিনী যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার একদিন পর বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস