ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘে ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া ইস্যু তুলবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া নিয়ে কথা বলবেন। রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও গুরুত্ব পাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু।

এরই মধ্যে তিনি লন্ডনে চলে গেছেন। সেখানে অল্প সময় অবস্থান করবেন। এরপর সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কের উদ্দেশ্য রওয়ানা দেবেন।

আরও পড়ুন>

এক এক্স বার্তায় শাহবাজ শরিফ বলেছেন, ৭৯তম অধিবেশন চলাকালীন সময়ে তিনি ব্যস্ত সময় পর করবেন। বিশ্বের কাছে পাকিস্তানের বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানিয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জাতিসংঘের অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, তবে শাহবাজ শরিফের লন্ডনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তার সফর বাতিল হয়।

তাছড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানাবেন।

সূত্র: জিও নিউজ

এমএসএম