ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪, বহু এখনো নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

টাইফুন ইয়াগি পরবর্তী বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮৯ জন। শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির জান্তা সরকার এ তথ্য জানিয়েছে।

চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল ইয়াগি। এ মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এবং মিয়ানমারে তাণ্ডব চালায় এটি। এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পর অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে শত শত মানুষ প্রাণ হারান।

আরও পড়ুন>>

জান্তা সরকারের তথ্য টিম জানিয়েছে, শনিবার পর্যন্ত মিয়ানমারে ৩৮৪ জন মারা গেছেন এবং ৮৯ জন নিখোঁজ রয়েছেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে লাখ লাখ মানুষ আগেই বাস্তুচ্যুত হয়েছিল। তার ওপর সাম্প্রতিক দুর্যোগে মিয়ানমারবাসীর দুর্দশা আরও বেড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে বিদেশি সহায়তার জন্য একটি বিরল আবেদন জারি করেছে দেশটির সামরিক জান্তা।

জাতিসংঘ বলেছে, টাইফুন ইয়াগির প্রেক্ষিতে মিয়ানমারে অন্তত ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্র: এএফপি
কেএএ/