ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০২:৪৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে দেশটির ওপর নজরদারি বৃদ্ধির কথা ঘোষণার পর সেখানকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পিয়ংইয়ংয়ের বাসিন্দারা জানান, সোমবার দেশটিতে বছরের সবচেয়ে খারাপ ইন্টারনেট সংযোগ ছিল। এক পর্যায়ে তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, ঠিক কি কারণে এমনটি হচ্ছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে নি। দেশটির বিশেষজ্ঞদের মতে, কারিগরি ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তবে অনেকেরই আশংকা, সনি পিকচার্স কর্পোরেশনে চালানো পিয়ংইয়ংয়ের সাইবার আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র এ কাজ করেছে।

এদিকে, সোমবারই প্রথমবারের মত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচীতে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।  তবে, চীন ও রাশিয়া এ বিষয়ে ভোটদানে বিরত ছিল। উল্লেখ্য, এর আগে নিরাপত্তা পরিষদে কেবলমাত্র দেশটির পারমানবিক কর্মসূচী নিয়ে আলোচনা হত।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেন, উত্তর কোরিয়াকে তার কর্মকান্ড জন্য জবাবদিহি করতে হবে। আজ নিরাপত্তা পরিষদের নীরবতা ভাঙলাম আমরা। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করে আমরা যা দেখলাম তা অত্যন্ত ভীতিকর।