প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর বৈঠকের মধ্যেই টোঙ্গায় ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর বৈঠকের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো টোঙ্গা। স্থানীয় সময় সোমবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে বিভিন্ন দেশের নেতারা একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শীর্ষ সম্মেলনের জন্য অবস্থান করছেন। খবর এএফপির।
সমুদ্রের তীরবর্তী টোঙ্গার রাজধানী নুকু’আলোফা এই প্রশান্ত মহাসাগরীয় ফোরামের আয়োজন করেছে। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও অবস্থান করছেন।
তবে এই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। উপকূলের কাছাকাছি অবস্থারত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সব খালি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৬ কিলোমিটার (৬৬ মাইল)।
তবে কিছু সময় পরই সবাই আবার নিজ নিজ কাজকর্মে ফিরতে শুরু করে। রিং অব ফায়ারের ওপরে অবস্থানের কারণে টোঙ্গাতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে।
টিটিএন