ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে দ্বিতীয় এমপক্স রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০২৪

পাকিস্তানে দ্বিতীয় এমপক্স রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত ওই রোগী উপসাগরীয় একটি দেশ থেকে পেশোয়ারে এসেছিলেন। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ এত তথ্য নিশ্চিত করেছে।

পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং করার জন্য স্থাপিত স্বাস্থ্যডেস্কে তার দেহে এমপক্স শনাক্ত হয়।

আরও পড়ুন>

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রথমে ওই ব্যক্তির শরীরে কিছু লক্ষণ দেখা যায়। পরে আরও পরীক্ষা ও চিকিত্সার জন্য দ্রুত তাকে একটি হাসপাতালে পাঠানো হয়।

পরে প্রযোজনীয় পরীক্ষা শেষে তার দেহে এমপক্স ভাইরাস শনাক্ত হয়।

এটি নিয়ে চলতি বছর পাকিস্তানে দুইজন এমপক্স রোগী শনাক্ত হলো। গত সপ্তাহে খাইবার পাখতুনখাওয়ায় প্রথম রোগী শনাক্ত হয়।

সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এমপক্স ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ নিয়ে এখন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মূলত কঙ্গো থেকেই প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম