ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২২ আগস্ট ২০২৪

অর্থনৈতিক চ্যালেঞ্জেলের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, শিগগির পাঁচ বছরের একটি নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করা হবে। মূলত অর্থনীতিকে চাঙা করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থনৈতিক প্রোগ্রাম’ কৃষি, তথ্য প্রযুক্তি ও অন্যান্য অব্যবহৃত খাতকে উন্নীত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তিনি বলেন, অংশীদারদের সঙ্গে মাসব্যাপী আলোচনার মাধ্যমে কর্মসূচির বিস্তৃত প্যারামিটার এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন>

শাহবাজ বলেন, এতে দারুণ কাজ হয়েছে। আগামী এক সপ্তাহে আমরা এটি চূড়ান্ত করবো। আমি আগামী পাঁচ বছরের জন্য কর্মসূচি ঘোষণা করতে জনগণের কাছে যাবো।

ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) ও বিদ্যুৎখাতে সংস্কারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে, শাহবাজ বলেন, আমি ব্যক্তিগতভাবে এফবিআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। তাছাড়া সরকার বিদ্যুৎখাতের সংস্কারের ফলাফলের বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, কোন জাদুর কাঠি নেই। এটা পরিশ্রম, ত্যাগ, রক্ত ​​ও ঘামের বিষয়। ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু পাবো।

সূত্র: জিও নিউজ

এমএসএম