ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ আগস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২০ আগস্ট ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ঠিক কোন ‘মর্যাদায়’ এখনো ভারতে শেখ হাসিনা?
ঠিক পনেরো দিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্লেন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সে দিন (৫ আগস্ট) সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা
ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার (২০ আগস্ট) লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে ৭০টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

নার্সারি স্কুলে ২ শিশুকে যৌন হয়রানি, উত্তপ্ত মহারাষ্ট্র
কলকাতায় চিকিৎসক তরুণী ধর্ষণ-হত্যার প্রতিবাদে গোটা ভারত যখন উত্তাল, তার মধ্যেই এবার সামনে এলো চার বছরের দুই শিশুকে স্কুলের ভেতর যৌন হয়রানির খবর। অভিযোগ, মহারাষ্ট্রের একটি স্কুলের টয়লেটে ওই দুই ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মী।

ভারত/ ময়নাতদন্তে চিকিৎসককে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণের শিকার হয়েছিলেন, তা তার মরদেহ দেখেই অনুমান করা গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ধর্ষনের পর ওই চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এবার তার ওপরে কী পরিমাণ নারকীয় অত্যাচার চালানো হয়েছিল, তা স্পষ্ট ধরা পড়লো ময়নাতদন্ত প্রতিবেদনে।

ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে কাঁদলেন আবেগাপ্লুত বাইডেন
বাইডেন হয়তো এমন বক্তব্য দিতে চাননি। অন্তত চলতি বছরতো মোটেও না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে বেশ আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। এবার তিনি প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে থাকছেন না এবং প্রেসিডেন্ট হিসেবে তার সময়ও ফুরিয়ে আসছে।

যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাসকেও মেনে নিতে বললেন ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানালেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু। হামাসকেও তা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে কাঁচি হারিয়ে যাওয়ায় বাতিল ৩৬ ফ্লাইট
বোর্ডিং গেটের কাছাকাছি স্টোর থেকে দুটো কাঁচি খুঁজে না পাওয়ায় জাপানের একটি বিমানবন্দরে বাতিল করা হয় ৩৬টি অভ্যন্তরীণ ফ্লাইট! এমনকি, পরিবর্তন করা হয় ২০১টি ফ্লাইটের সময়সূচি! শনিবার (১৭ আগস্ট) হোক্কাইদোর নিউ ছিতোসে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পাকিস্তান
সেনাবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সমাবেশের ঘোষণা ইমরান খানের দলের, অনুমতি না মেলার ইঙ্গিত
রাজধানী ইসলামাবাদে সমাবেশ করতে চায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। তবে তাদের সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার (১৯ আগস্ট) তিনি বলেছেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

সেপ্টেম্বরে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আগামী মাসেই দলটির নতুন নেতা ও দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছে।

কেএএ/এএসএম