পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, আহত ৯৫
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৫ জন। হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
দক্ষিণ এশীয় দেশটিতে স্বাধীনতা দিবস এবং নববর্ষের প্রাক্কালে শূন্যে গুলি চালানো একটি নিয়মিত ঘটনা। এতে প্রায়শই ডজন ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তানি সরকার।
আরও পড়ুন>>
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় পাকিস্তান
- পাকিস্তানে কমলো পেট্রোল-ডিজেল-সোনার দাম
- ইমরান খানের দলকে নিষিদ্ধের ভাবনা, যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফাঁকা গুলিতে আহত অন্তত ৯৫ জন করাচির তিনটি বড় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ এবং নয়জন নারী আহত অবস্থায় ভর্তি হন, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে।
এছাড়া, শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে।
ডা. সুমাইয়া জানিয়েছেন, এসএমবিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন একজনের অবস্থা গুরুতর। তিনি আরও নিশ্চিত করেছেন, এই ঘটনায় একটি শিশু মারা গেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
কেএএ/