ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধুচন্দ্রিমায় অনন্ত-রাধিকা দম্পতি, প্রতিরাতের খরচ কত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১১ আগস্ট ২০২৪

বিয়ের সময় মুম্বাই শহর ছিল আলোয় ভরা। ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। প্রেমিকা রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর সবার মনে প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাবেন নবদম্পতি। শেষ পর্যন্ত একান্তে সময় কাটানোর জন্য কোস্টারিকার একটি বিলাসবহুল হোটেলে গেছেন অনন্ত ও রাধিকা। সেই হোটেলে এক রাত কাটাতে খরচ হয় লাখ লাখ রুপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্য টিকো টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে অনন্ত ও রাধিকা গত ১ অগস্ট কোস্টারিকার একটি হোটেলে পৌঁছান। সেই বিলাসবহুল হোটেলটি কোস্টারিকার ফোর সিজন রিসোর্ট, যেটি কাসা লাস ওলাস নামে পরিচিত।

আরও পড়ুন>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই হোটেলটি ১৮ হাজার ৪৭৫ বর্গফুটের ওপর তৈরি। আম্বানির পুত্র ও তার পুত্রবধূ এই হোটেলের যে ভিলায় রয়েছেন সেখানে মোট ছ’টি বেডরুম রয়েছে। এজন্য ট্যাক্স ও অতিরিক্ত রিসোর্ট ফি ছাড়াই প্রতিরাতের খরচ পড়বে ১৬ লাখ রুপি।

বিজ্ঞাপন

হোটেলে শিশুদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে। অতিথিরা যদি সাঁতার কাটতে আগ্রহী হন, তা হলে গভীর সুইমিং পুলে ডুব দিয়ে ইচ্ছাপূরণ করতে পারবেন।

অতিথিদের শরীরচর্চার জন্য হোটেলে রয়েছে বিশাল জিম। সেই জিমে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা।

সূত্র: ডেকান হেরাল্ড

বিজ্ঞাপন

এমএসএম

 

 

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন