ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিরোধীদের নিয়ে বড় জোট গঠন করবে ইমরান খানের দল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০১ আগস্ট ২০২৪

রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। এজন্য তারা বিরোধীদের নিয়ে বড় জোট গঠন করতে যাচ্ছে। এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন কারাবন্দি ইমরান খান। দলে জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

আদিয়ালা কারাগারের বাইরে সাবেক জাতীয় পরিষদের স্পিকার বলেন, ইমরান খানের সঙ্গে আলোচনার পর বিরোধী জোট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব ওমর আয়ুউব খানসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন>

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনের জন্য সব বিরোধী দলগুলোকে একত্রিত করা হবে।

কায়সার বলেন, বড় কর্মসূচি দেওয়ার লক্ষ্য হলো পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ অন্যান্যদের মুক্তি।

তিনি জোর দিয়ে বলেন, আইন ও সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। এসময় তিনি সরকারের নানা পদক্ষেপেরও সমালোচনা করেন।

এর আগে ইমরান খান বলেছেন, তার দল সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় প্রস্তুত।

শুনানির জন্য আদিয়ালা কারাগারে হাজির করা হয়েছিল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে। সেখানে এক বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় আমরা প্রস্তুত। এ জন্য সেনাবাহিনীর প্রতিনিধি দল গঠন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: জিও নিউজ

এমএসএম