ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভ

ভেনেজুয়েলাজুড়ে উত্তেজনা, বন্ধ দোকান-পরিবহন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ০১ আগস্ট ২০২৪

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩১ জুলাই) দেশটিতে দোকানপাট ও পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে। মানুষের মধ্যে রয়েছে গ্রেফতার আতঙ্ক। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

নির্বাচনের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ, যা মেনে নেয়নি প্রধানবিরোধী দল। তাদের দাবি, জোর করে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিরোধীদের দাবি, তারা ভোট গণনার যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা গেছে যে অ্যাডমুন্ড গনজালেস মাদুরোকে পরাজিত করছেন। বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, তার জোট ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয়নি। ফলে এটিকে গণতান্ত্রিক বলা যায় না।

আরও পড়ুন>

মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বুধবার এক টেলিভিশন ভাষণে মাদুরো সব ধরনের হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞাকেও।

সূত্র: রয়টার্স

এমএসএম