পশ্চিমবঙ্গ
ছেলের সামনেই বাবাকে টেনে নিলো কুমির
নদীতে মাছ ধরতে গিয়ে ছেলের সামনেই বাবাকে টেনে নিয়ে গেলো কুমির! লোকজন ডেকে আনতে আনতেই জেলেকে নিয়ে হয়ে গেলো উধাও। ঘটনা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা গোবর্ধনপুর থানার সত্যদাসপুর গ্রামের।
জানা গেছে, রোববার (২৮ জুলাই) দুপুরে আব্বাস উদ্দিন শেখ নামে এক ব্যক্তি তার ১২ বছরের ছেলে জামাল শেখকে নিয়ে ডিঙি নৌকায় করে জগদ্দল নদীতে মাছ ধরতে যান। নৌকায় দাঁড়িয়ে নদীতে জাল ফেলেন আব্বাস। ঠিক সেসময়ই একটি কুমির তাদের নৌকায় লেজ দিয়ে সজোরে ধাক্কা দেয়। ঘটনার আকস্মিকতায় নৌকা থেকে নদীতে পড়ে যান আব্বাস। তার ছেলে কিছু বোঝার আগেই কুমিরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
পরে আব্বাস উদ্দিনের ছেলের চিৎকারে নদীর পাড়ে এসে জড়ো হয় সত্যদাসপুর গ্রামের বাসিন্দারা। খবর পাঠানো হয় গোবর্ধনপুর কোস্টাল থানায় ও রামগঙ্গা বনদপ্তরে। কর্মকর্তারা দ্রুতি ঘটনাস্থলে পৌঁছান ও নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও আব্বাস উদ্দিনের কোন খোঁজ মেলেনি। সোমবার (২৯ জুলাই) সকাল থেকে পুলিশ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিরটিকে আগে কোনোদিন দেখা যায়নি। তবে একমাস আগে একই নদীতে কুমিরের আক্রমণের শিকার হয় একটি শিশু। দুদিন পর তার মরদেহ উদ্ধার হয়েছিল।
আব্বাস উদ্দিনের ছেলে জামাল শেখ বলেছে, নদীতে জাল ফেলার সঙ্গে সঙ্গে হঠাৎ ডিঙি কেঁপে ওঠে। আব্বা নদীতে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠেন, কুমিরে ধরেছে। আব্বা আমাকে বলে লোকজন ডাকতে। আমি সাঁতার কেটে পাড়ে এসে সবাইকে ডেকে নিয়ে যাই।
গোবর্ধনপুর কোস্টাল থানা-পুলিশ জানিয়েছে, রোববার রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে। তবে এখন আব্বাস উদ্দিনের খোজ মেলেনি।
ডিডি/এসএএইচ