ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অবৈধ শিক্ষার্থীদের দেশে থেকে বের করে দিবে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে যাওয়ার পর স্নাতক শেষ করার পরও যারা সেখানে অবস্থান করছেন তাদের বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দেশটিতে স্নাতক শেষ করার পরও যারা ছাত্রত্বের ভিসা নিয়ে অবস্থানের চিন্তা করছেন তাদের জন্য এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব থেরেসা মে।

রোববার দ্য সানডে টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা ইন্ডিপেন্ডেন্ট। ইউরোপীয়ান ইউনিয়নের বাহিরের দেশ থেকে যুক্তরাজ্যে পড়তে আসা ছাত্ররা যদি তাদের ছাত্রত্বের পর চাকরি যোগাড় করতে সমর্থ না হয় তবে তাদের স্নাতক শেষ হওয়ার পরই দেশটি থেকে বের করে দেয়া হবে বলে স্বরাষ্ট্র সচিবের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।