৫৫ বছর পর তলিয়ে যাওয়া জাহাজের খোঁজ মিললো
ভয়াবহ দুর্যোগেরকবলে পড়ে তলিয়ে যাওয়ার ৫৫ বছর পর একটি জাহাজের খোঁজ পেয়েছে অস্ট্রেলিয়া। ওই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছিলেন।
জানা গেছে, এমভি নুনগাহ নামের ৭১ মিটারের জাহাজটিতে পণ্য পরিবহন করা হতো। ১৯৬৯ সালে নিউ সাউথ ওয়েলসের উপকূল দিয়ে স্টিল নিয়ে যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি।
আরও পড়ুন>
তলিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ২৬ জন ক্রুর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছিল। বাকিদের মধ্যে থেকে মাত্র একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
অস্ট্রেলিয়ার সাইন্স এজেন্সি যেখানে জাহাজটি রয়েছে সেই স্থান চিহ্নিত করেছে। এক্ষেত্রে হাই রেজুলেশনের সিফ্লোর ম্যাপিং ও ভিডিও ফুটেজের ব্যবহার করা হয়েছে।
একটি বিপদ সংকেত পাঠানোর কয়েক মিনিট পরই গভীর সাগরে জাহাজটি ডুবে যায়।
দুর্ঘটনার পর রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ডেস্ট্রয়ার, মাইনসুইপার, প্লেন, হেলিকপ্টার ও অন্যান্য বেশ কয়েকটি জাহাজ দিয়ে ব্যাপক অনুসন্ধান করা হয়েছিল।
পরবর্তী ১২ ঘণ্টায় সাগরে লাইফ জ্যাকট পরা অবস্থায় দুইজন ও তিনজনকে পাওয়া যায় একটি কাঠ আঁকড়ে ধরে থাকা অবস্থায়।
পরে বাকি ক্রু ও জাহাজটি সম্পর্কে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এবার জাহজটির রহস্য উদঘাটন করতে সক্ষম হলো দেশটি।
সূত্র: বিবিসি
এমএসএম