ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েও হঠাৎ কেন সরে দাঁড়ালেন বাইডেন?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৫ জুলাই ২০২৪

নিজের দল ও দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতৃত্বের ভার তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুলাই) ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, মানুষের জীবনে দীর্ঘ অভিজ্ঞতার গুরুত্ব রয়েছে। গুরুত্ব রয়েছে নতুন কণ্ঠেরও। এগুলো বিবেচনা করেই ক্ষমতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন>>

প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত জানানোর পর প্রথম ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে। আমার কাছে যেকোনো পদের চেয়ে গণতন্ত্রকে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি নতুন প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়ার ব্যাপারে সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছি। এটিই দেশকে ঐক্যবদ্ধ রাখার সেরা উপায়।

এসময় নিজের উত্তরসূরী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেন জো বাইডেন। তিনি বলেন, কমলা হ্যারিস অভিজ্ঞ, দৃঢ় ও যোগ্য। আমার জন্য তিনি দারুণ অংশীদার এবং দেশের জন্য চমৎকার একজন নেতা।

আরও পড়ুন>>

বাইডেন সরে দাঁড়ানোর পর কমলাই হতে চলেছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী। এ বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের।

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ডেমোক্র্যাট শিবিরে জোর দাবি উঠেছিল, ৮১ বছর বয়সী জো বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হোক। তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছিলেন একের পর এক অর্থদাতা। তবুও শেষপর্যন্ত লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।

আরও পড়ুন>>

কিন্তু গত ১৩ জুলাই নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর বদলে যায় সব হিসাব-নিকাশ। কপালজোরে প্রাণে বেঁচে যাওয়া ট্রাম্প আসন্ন নির্বাচনী ভূমিধস জয় পেতে চলেছেন বলে ভবিষ্যদ্বাণী করেন বিভিন্ন পর্যবেক্ষক ও বিশ্লেষক।

এ অবস্থায় নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে ডেমোক্র্যাটদের নাটকীয় কিছুই করতে হতো। এর মধ্যে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন বয়সের ভারে নুয়ে পড়া জো বাইডেন। আর তার পরেই নির্বাচনী দৌড় থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: এএফপি
কেএএ/