ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তীব্র গরমে গ্রিসে ঘরের বাইরে কাজ করা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৬ জুলাই ২০২৪

তীব্র গরমে কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে গ্রিস। এ সপ্তাহে আরেক দফা তাপপ্রবাহের আশঙ্কা থাকায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

গ্রিক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেসব পেশার লোকদের ঘরের বাইরে কাজ করা বন্ধ থাকবে, তাদের মধ্যে বিল্ডার, ফুড ডেলিভারি রাইডার, কুরিয়ার এবং জাহাজ শ্রমিক অন্যতম।

আরও পড়ুন>>

মঙ্গলবার (১৬ জুলাই) থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশটির কিছু অংশে তাপমাত্রার পারদ ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত জুন মাস থেকে বারবার তীব্র গরমের মুখোমুখি হচ্ছে গ্রিস। এতে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি ছড়িয়ে পড়েছে শত শত দাবানল।

আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাস শেষ হওয়ার আগে তাপমাত্রা খুব একটা কমবে না।

কয়েক মাস ধরেই গ্রিসে অনাবৃষ্টি বা খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থায় দেশটির বেশি কিছু দ্বীপে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। সাধারণত প্রতি বছর গ্রীষ্মে এসব দ্বীপে বিপুল সংখ্যক পর্যটক গিয়ে থাকেন।

আরও পড়ুন>>

তীব্র গরমে পথচারীদের সহায়তার জন্য মধ্য এথেন্সের সিনটাগমা স্কয়ারে রেড ক্রসের একটি মোবাইল ইউনিট স্থাপন করা হয়েছে।

ইউনিটের সমন্বয়কারী দিমিত্রা সেকোরা বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে তীব্র গরমের মধ্য দিয়ে যাচ্ছি। এটি মানবদেহে নেতিবাচক প্রভাব ফেলে।

গ্রিসে প্রচণ্ড গরমে গত মাসে জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক মাইকেল মোসলেসহ অন্তত ছয় পর্যটক মারা গেছেন।

সূত্র: রয়টার্স
কেএএ/