ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রতি শনিবার সাপের কামড় খাচ্ছেন, দাবি তরুণের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৩ জুলাই ২০২৪

ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ২৪ বছর বয়সী এক তরুণ দাবি করেছেন, গত ৪০ দিনের মধ্যে তাকে অন্তত সাতবার সাপে কামড় দিয়েছে। ওই তরুণের নাম বিকাশ দুবে।

এ ব্যাপারে সেখানকার মেডিকেল কর্মকর্তা রাজিব নয়ন গিরি জানিয়েছেন, ওই তরুণ কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্যও চেয়েছেন।

আরও পড়ুন>

তিনি বলেন, ভুক্তভোগী তরুণ কালেক্টরেট অফিসে এসে অর্থের জন্য কান্নাকাটি করেছেন। তার দাবি, তিনি সাপের কামড়ের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে অনেক অর্থ খরচ করে ফেলেছেন। তাই এখন কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য চান ওই তরুণ।

এ অবস্থায় রাজিব তাকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, যেখানে বিনামূল্যে অ্যান্টি-ভেনম পাওয়া যায়।

মেডিকেল কর্মকর্তা আরও বলেছেন, প্রতি শনিবার কেউ সাপের কামড় খাচ্ছেন, এটি খুবই অদ্ভুত বিষয়। তিনি বলেন, আমাদের আগে খতিয়ে দেখা দরকার, তাকে যেটি কামড়াচ্ছে, সেটি আদৌ সাপ কি না। তাকে প্রত্যেক শনিবার কামড় দেওয়ার পর তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং একদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন।

রাজিব নয়ন গিরি জানান, বিষয়টি তদন্তের জন্য তিন চিকিৎসকের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তদন্ত শেষ হলেই এ ব্যাপারে প্রকৃত তথ্য দেওয়া যাবে।

সূত্র: এনডিটিভি
এমএসএম/কেএএ/