ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাইডেন ইসরায়েলি যুদ্ধাপরাধের সহযোগী: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১১ জুলাই ২০২৪

ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন।

তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন।

আরও পড়ুন>

এরদোয়ান বলেন, মার্কিন প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টিকে উপেক্ষা করছে ও ইসরায়েলকে সহযোগিতা করছে। এক্ষেত্রে তারা সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে কে, কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে? এটাই এখন প্রকৃত প্রশ্ন। কিন্তু কেউ এর উত্তর ‍দিচ্ছে না।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় ৩৮ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮৮ হাজার ২৯৫ জন।

এদিকে গাজাযুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

এমএসএম