ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্যান্টের মধ্যে ১০০ জীবন্ত সাপ নিয়ে ধরা খেলেন পাচারকারী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১১ জুলাই ২০২৪

চীনের মূল ভূখণ্ডে শতাধিক জীবন্ত সাপ পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে চীনের কর্তৃপক্ষ। পাচারকারী এসব সাপ প্যান্টের মধ্যে লুকিয়ে রেখেছিলেন।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফুতিয়ান বন্দর (হংকং ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে একটি চেকপয়েন্ট) ব্যবহারকরা ওই পাচারকারীর গতিরোধ করে দক্ষিণ চীনের শহর শেনজেনের কাস্টমস কর্মকর্তারা।

আরও পড়ুন>

তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের মধ্যে পলিথিনের ছয়টি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো ট্যাপ দিয়ে আটকানো ছিল।

বিবৃতিতে বলা হয়, ব্যাগগুলো খোলার পর প্রত্যেকটিতে বিভিন্ন আকার ও রংয়ের বেশ কিছু করে সাপ পাওয়া যায়। পরে গণনা করে মোট ১০৪টি সাপ উদ্ধার করা হয়।

ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ। তবে নিয়ম ভঙ্গ করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এর আগে জুনে অন্য একজনকে ম্যাকাও থেকে মূল ভূখণ্ড চীনে ৪৫৪টি বিপন্ন কচ্ছপ পাচার করার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: সিএনএন

এমএসএম