কলকাতায় বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু
পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) কলকাতার সাইন্স সিটির কাছে প্রগতি ময়দান থানা এলাকার বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি জলাশয় থেকে ওই তরুণের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে থাকা নথিপত্র দেখে পুলিশের অনুমান, সে একজন বাংলাদেশি। তার নাম দাউদ হোসেন উপল, বয়স ২৩ বছর। তিনি ঢাকার বাসিন্দা।
কলকাতা পুলিশ আরও জানিয়েছে, উপল বেশ কিছুদিন আগে কলকাতায় এসেছে। সে নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে উঠেছিল। তবে সে কেন কলকাতায় এসেছে বা প্রগতি ময়দান থানা এলাকার সায়েন্স সিটিতে কি কাজে এসেছিল সেটাও জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পরই সব জানা যাবে।
কলকাতা পুলিশের প্রাথমিক ধারণা, এই বাংলাদেশি তরুণ আত্মঘাতী হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে বুধবার সকাল ৯টার দিকে জলাশয় ঝাঁপ দিতে দেখেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রগতি ময়দানের সামনে যে জলাশয় রয়েছে সেখানে হঠাৎ করেই একটি ছেলে ঝাঁপ দেয়। আমরা সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশকে জানাই। তারপর কলকাতা পুলিশ এবং আমাদের এখানকার বেশ কয়েকজন তরুণ পানিতে নেমে ছেলেটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে (এনআরএস) নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পানিতে ডুবেই ওই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দাউদ হোসেন উপলে নামের ওই তরুণের কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
- আরও পড়ুন:
- পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে: মমতা
- তিস্তা-গঙ্গার পানি বণ্টন হলে ভারতজুড়ে আন্দোলন চলবে: মমতা
- মমতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন রাজ্যপাল
- গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করায় বেজায় চটেছে মমতার দল
এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী কারণে তার মৃত্যু হলো সবকিছু তদন্ত করা হচ্ছে।
ডিডি/টিটিএন