সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুন ২০২৪
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
তীব্র গরমের পর এবার ভারী বর্ষণে ডুবছে দক্ষিণ এশিয়া
কয়েকদিন আগেও তীব্র গরমে পুড়ছিল বাংলাদেশ, ভারতসহ গোটা দক্ষিণ এশিয়া। কোথাও কোথাও তাপমাত্রার পারদ উঠেছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বর্ষার আগমনে গরমের উত্তাপ কিছুটা কমেছে। কিন্তু মাত্রাতিরিক্ত হওয়ার কারণে বহুল প্রত্যাশিত সেই বৃষ্টিই এখন অভিশাপ হয়ে উঠেছে কিছু জায়গায়।
ফুঁসছে তিস্তা, বাংলাদেশ সীমান্ত পর্যন্ত রেড অ্যালার্ট জারি
দু’দিন ধরে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অঝোরে ঝরছে বৃষ্টি। অতিভারী বৃষ্টিপাত চলছে সিকিমেও। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুঁসে উঠেছে তিস্তা, জলঢাকাসহ রাজ্যের একাধিক নদী। তাই বাঁধ থেকে ছাড়া হচ্ছে প্রচুর পরিমাণ পানি। এ অবস্থায় তিস্তা পাড়ের বাসিন্দাদের জন্য লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে সেচ দপ্তর।
এবার নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বললো সৌদি আরব
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। প্রায় প্রতিদিনই দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালাচ্ছে। এতে গাজাযুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবে ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
সৌদি আরবে ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, জুনের শেষের দিকে ও আগস্টের শুরুতে তাপমাত্রা ছাড়াতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস।
বিরোধীদের রেকর্ডভাঙা জয়ের পূর্বাভাস, কত আসন পাবে লেবার পার্টি
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আর সাতদিনও বাকি নেই। পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে আগামী ৪ জুলাই ভোট দেবেন ব্রিটিশ ভোটাররা। এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরাট ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ, ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গেলে কী হবে?
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রথমবারের মতো বিতর্কে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাইডেন বাজে পারফরম্যান্স করায় অস্বস্তিতে পড়েছে তার নিজ দল ডেমোক্র্যাট। এমন পরিস্থিতিতে দলটির অন্য নেতাদের মনে প্রশ্ন জাগিয়েছে যে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাইডেন সরে দাঁড়াবেন কি না।
দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন
রান-অফ অর্থাৎ দ্বিতীয় দফায় গড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। শীর্ষ দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় রান-অফে গড়ায় এ নির্বাচন। ৫ জুলাই ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ১২
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় চার শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে রাশিয়া। অনেক স্থানেই লড়াই আরও তীব্র হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্ক গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতের রপ্তানি ছাড়াতে পারে রেকর্ড ৮০ হাজার কোটি ডলার
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ অর্থবছরে ভারতের পণ্য ও সার্ভিস রপ্তানি ছাড়াতে পারে ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য জানিয়েছেন।
আরও ৫০০ কোটি ডলার দান করলেন ওয়ারেন বাফেট
বার্কশায়ার হ্যাথাওয়ের আরও ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দাতব্য সংস্থায় দান করলেন বিশ্বের অন্যতম ধনকুবের ওয়ারেন বাফেট। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চারটি ফ্যামিলি দাতব্য সংস্থায় এই অর্থ দান করেছেন তিনি। ২০০৬ সালের পর বার্ষিকভিত্তিতে এটা সবচেয়ে বড় অনুদান তার।
কেএএ/জেআইএম