অফিসে দেরি করে এলে কাটা যাবে ছুটি
সরকারি কর্মচারীদের জন্য নতুন আদেশ জারি করেছে ভারতের মোদী সরকার। অফিসে দেরি করে প্রবেশের ক্ষেত্রে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, সরকারি কর্মচারীদের অফিসে প্রবেশের সময় বেঁধে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের এখন থেকে সকাল সোয়া নয়টার মধ্যে অফিসে ঢুকতে হবে। তা না হলে ক্যাজুয়াল লিভের অর্ধদিবস ছুটি কাটা যাবে।
কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসে ঢুকতে ১৫ মিনিট দেরি হলে তা গ্রাহ্য করা হবে। তবে তার বেশি দেরি হলে ক্যাজুয়াল লিভের ছুটি কাটা যাবে। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে কর্মীদের সকাল ৯টা থেকে ৯টা ১৫-এর মধ্যে হাজিরা দিতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনো কারণে যদি কোনো কর্মী নির্দিষ্ট দিনে অফিসে হাজিরা দিতে না পারেন তবে আগে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। ক্যাজুয়াল লিভের আবেদন জানাতে হবে।
তাছাড়া প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমএসএম