ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোল্লা ফজলুল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:১৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহ’র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। চলতি বছরের জুনে করাচির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তার বিরুদ্ধে শনিবার আদালত এ পরোয়ানা জারি করেন।

ডন নিউজ জানায়, ওই মামলায় টিটিপি প্রধান ছাড়াও সংগঠনটির মুখপাত্র শহীদুল্লাহ শহীদসহ আরও নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

উল্লেখ্য, করাচি বিমানবন্দরে রাতব্যাপী সংঘর্ষের পর ১০ হামলাকারীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছিল। ওই হামলার পরদিনই বিদ্রোহীরা বিমানবন্দরের বাইরে এক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া সম্প্রতি পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবানদের হামলায় অন্তত ১৪১ জন নিহতের পর এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।