ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি

হামাসকে চাপ দিতে আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১০ জুন ২০২৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে মিশর সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে হামাসকে চাপ দেওয়ার জন্য আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি কার্যকরে একটি প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাবে হামাসকে রাজি করাতেই তোড়জোর করছে বাইডেন প্রশাসন।

আরও পড়ুন>

ব্লিঙ্কেন বলেন, তিন ধাপের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে এরই মধ্যে ইসরায়েল রাজি হয়েছে। তবে এক্ষেত্রে এখনো রাজি হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

যদিও মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। নেতানিয়াহু বলেছেন, যে কোনো চুক্তিতেই হামাসকে উৎখাতের অনুমোদন দিতে হবে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। দফায় দফায় হামলা চালিয়ে তাদের নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এরই মধ্যে সেখানে ৩৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ওই শরণার্থী শিবিরে রক্তক্ষয়ী হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সূত্র: আল-জাজিরা

এমএসএম