ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৪২ ডিগ্রি তাপমাত্রার দিনে শপথ নিলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ জুন ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদী। দেশটির রাষ্ট্রপতি ভবনে তিনি এই শপথ নেন।

তার সঙ্গে আরও ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। ভারতের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি কয়েক দেশের রাষ্ট্রপ্রধান এতে অংশ নিয়েছেন।

আরও পড়ুন>

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের দিনে রাজধানী দিল্লিতে তাপপ্রবাহ চলছে। রোববার (৯ জুন) ভারতের আবহাওয়া অফিস জাতীয় রাজধানীতে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানায়।

এদিন শপথ নেওয়ার মাধ্যমে ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার প্রধানমন্ত্রী হলেন মোদী। তার আগে কেবল জওহরলাল নেহেরু টানা তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ মেয়াদকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা। তিনি ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম