ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৮ জুন ২০২৪

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার (৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অন্তত আট হাজার অতিথি। কিন্তু সেখানে উপস্থিত না-ও থাকতে পারেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। কারণ, তাদের দাবি, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া আমন্ত্রণ পাননি তারা।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের উদ্ধৃতি দিয়ে শনিবার (৮ জুন) এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে শুধু আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের নেতারা এখনো আমন্ত্রণ পাননি। ইন্ডিয়া জোটের নেতারা আমন্ত্রণ পাওয়ার পরে ভাববো, আমরা যাবো কি না।

এর আগে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় দলটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেছিলেন, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।

আমন্ত্রিত নেতারা মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই রাতে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আয়োজিত একটি ভোজসভায়ও অংশ নেবেন।

কেএএ/