ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়া

এসি ছাড়া প্লেনের মধ্যে আট ঘণ্টা, জ্ঞান হারালেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ৩১ মে ২০২৪

দিল্লি বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থাকে প্লেন। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) কাজ না করায় প্রচণ্ড গরমে প্লেনের মধ্যেই অজ্ঞান হয়ে গেলেন একাধিক যাত্রী। বৃহস্পতিবার (৩০ মে) এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে এমন ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার প্লেন এআই ১৮৩ এর। কিন্তু নির্দিষ্ট কিছু কারণে উড়তে দেরি হওয়ায় যাত্রীদের প্লেনের ভিতরেই বসে থাকার নির্দেশ দেয় এয়ারলাইন কর্তৃপক্ষের।

যাত্রীদের অভিযোগ, প্লেনের ভিতরে বসে থাকতে বলা হলেও, সেসময় কোনো এসিই কাজ করছিল না। ফলে আট ঘণ্টারও বেশি সময় ধরে প্লেনের মধ্যে আটকে থাকার কারণে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েক জন জ্ঞানও হারান। একপর্যায়ে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।

ওই ফ্লাইটের যাত্রী ও সাংবাদিক শ্বেতা পুঞ্জ বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য শিণ্ডেকে ট্যাগ করে পুরো বিষয়টি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে জানান। এরপরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আরও বেশ কয়েকজন যাত্রী পুরো বিষয়টি নিয়ে সামাজি যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই এয়ারলাইন কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে নেয়।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে দিল্লি। বুধবারই এ শহরের তাপমাত্রা ৫২ দশমিক ৯ ডিগ্রিতে পৌঁছেছিল। সেই অস্বস্তিকর আবহাওয়ায় এসি ছাড়া প্লেনের বদ্ধ পরিবেশে যাত্রীদের আট ঘণ্টা ধরে বসিয়ে রাখার ঘটনাকে ‘অমানবিক’ বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে লেখালিখি হচ্ছে।

উল্লেখ্য, ২০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার পর শুক্রবার বেলা ১১টায় প্লেনটি সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায়।

সূত্র: এনডিটিভি

এসএএইচ