ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২০ মে ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ও ব্রিটিশ আইনজীবী করিম খান। অবশ্য ওই দুজন ছাড়া হামাসের তিন নেতার বিরুদ্ধেও একই আবেদন করেছেন করিম।

হামাসের যে তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে, তারা হলেন- ইয়াহিয়া সিনওয়ার, আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া।

করিম খান বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে, তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি হামাসের কয়েকজন নেতাও এর জন্য দায়ী।

করিম আরও বলেন, গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধগুলো মধ্যে রয়েছে- যুদ্ধ কৌশল হিসেবে বেসামরিকদের অনাহারে রাখা, ইচ্ছা করে চরম ভোগান্তি ও মানুষের শরীর জখম করা, ইচ্ছা করে নির্বিচারে হত্যা, বেসামরিকদের ওপরে ইচ্ছাকৃত সামরিক অভিযান, অনাহারে মৃত্যু ঘটানোসহ আরও বেশ কয়েকটি বিষয়।

জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই আবেদনের রায় আসতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে। আইসিসি গত তিন বছর ধরে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছেন। সাম্প্রতিক সময়ে হামাসের কর্মকাণ্ডও তদন্ত করেছেন এই আদালত।

এদিকে, বিষয়টিকে ‘ঐতিহাসিক অপমান’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রী বেনি গান্টজ এক এক্সবার্তায় লিখেছেন, নিজ নাগরিকদের রক্ষা করতেই যুদ্ধে নেমেছে ইসরায়েল। তারপরও আমাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে হামাস নেতাদের সঙ্গে তুলনা করা মূর্খের মতো কাজ।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আইসিসির প্রধান প্রসিকিউটর আমাদের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ‘বর্বর’ হামাস নেতাদের এক কাতারে ফেলেছেন। বিষয়টি আমাদের জন্য বিশাল অপমানের যা ইসরায়েলি জাতি চিরকাল মনে রাখবে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

এসএএইচ