ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চলতি বছর ভারতের প্রবৃদ্ধি হতে পারে প্রায় ৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০২ এএম, ১৭ মে ২০২৪

২০২৪ সালে ভারতের প্রবৃদ্ধি হতে পারে প্রায় সাত শতাংশ। জাতিসংঘ এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। যদিও আগে এর চেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। মূলত বিনিয়োগ ও স্থিতিশীল বেসরকারি ব্যয়ের কারণে দেশটির প্রবৃদ্ধি ভালো অবস্থানে থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ ও ২০২৫ সালে হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন>

যদিও চলতি বছরের শুরুতে জাতিসংঘ এক পূর্বাভাসে জানিয়েছিল, ২০২৪ সালে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। কিন্তু সে অবস্থান থেকে সরে এসে পূর্বাভাস বাড়ালো সংস্থাটি।

২০২৩ সালে ভারতের ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬ শতাংশ। এই মূল্যস্ফীতি কমে ২০২৪ সালে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও মূল্যস্ফীতি গত বছরের তুলনায় কমবে বলে জানানো হয়েছে।

শক্তিশালী প্রবৃদ্ধির কারণে ভারতের শ্রমবাজার ভালো অবস্থানে রয়েছে। তাছাড়া দেশটির সরকার বাজেট ঘাটতিও কমাতে চায়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৭ শতাংশ ও ২০২৫ সালে হতে পারে ২ দশমিক ৮ শতাংশ।

সূত্র: এনডিটিভি

এমএসএম