ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এ বছর এলএনজি আমদানিতে রেকর্ড করতে পারে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৫ মে ২০২৪

২০২৪ সালে এলএনজি আমদানিতে রেকর্ড করতে পারে চীন। বুধবার (১৫ মে) চীনের তেল-গ্যাস কোম্পানি পেট্রোচায়নার একজন কর্মকর্তা এ পূর্বাভাস দিয়েছেন।

পেট্রোচায়না ইন্টারন্যাশনালের এলএনজি ও নতুন এনার্জির গ্লোবাল হেড ঝাং ইয়াওয়ু ব্যাংককে একটি শিল্প সম্মেলনে বলেন, চলতি বছর চীন ৭০ থেকে ৮০ মিলিয়ন মেট্রিকটন এলনজি আমদানি করতে পারে। কারণ শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে এর চাহিদা বেড়েছে।

আরও পড়ুন>

চীনের কাস্টমস এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটি ৭১ দশমিক ২ মিলিয়ন মেট্রিকটন এলএনজি আমদানি করে। সে হিসেবে এ বছর এক্ষেত্রে চীনের আমদানি বাড়তে পারে ৯ থেকে ১২ শতাংশ।

ঝাং ইয়াওয়ু বলেন, চীন এর আগে ২০২১ সালে রেকর্ড ৭৮ দশমিক ৮ মিলিয়ন মেট্রিকটন এলএনজি আমদানি করে।

তিনি বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন ২০ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে। কারণ রাসায়নিক, কাগজ, স্টিল, ও সিমেন্ট শিল্পে চাহিদা বেড়েছে। তাছাড়া এখনো শীত আসেনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়া স্পট এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিটের ছিল আট ডলারের মতো। এ সময় এশিয়া ও ইউরোপে চাহিদা দুর্বল ছিল। কিন্তু এরপরে গরম আবহাওয়া ও সরবরাহ উদ্বেগের কারণে দাম বেড়ে ১০ ডলার হয়।

সূত্র: রয়টার্স

এমএসএম