ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ১১ মে ২০২৪

কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন, তারা একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছে। সেই মিশনের নাম ‘ওয়ান নেশন ওয়ান লিডার। তার দাবি, প্রধানমন্ত্রী দেশের সব বিরোধীদের শেষ করে দিতে চান।

কেজরিওয়াল বলেন, ‘তারা প্রশ্ন করে, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন। আমি প্রশ্ন করছি, বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন? তিহাড় জেল থেকে বেরিয়ে এমনই প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি, বিজেপি এবার সরকার গঠন করলেও আগামী বছরই অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এবার তাই নিজের জন্য ভোট চাইছেন না মোদী।

আরও পড়ুন>

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, সামনের বছর মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী?

কেজরিওয়াল আরও বলেন, এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং, মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ করবে কে? কেজরিওয়ালের আরও দাবি, বিজেপি এবার ভোটে জিতলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও দুই মাসের মধ্যে বদল হবে। পদ হারাবেন যোগী আদিত্যনাথ।

দিল্লির মুখ্যমন্ত্রীর বলেন, এবারের নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা ব্যানার্জী, তেজস্বী যাদব, স্টালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেরাও জেলে যাবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম