ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সঞ্চয় খরচ করে ফেলেছেন মার্কিনিরা, প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৭ মে ২০২৪

করোনাভাইরাসের সময় অর্থ সঞ্চয় করে মার্কিনিরা। সমন্বিতভাবে দুই লাখ কোটি ডলারের বেশি জমায় দেশটির নাগরিকরা।

অর্থ সঞ্চয়ের কারণে পরবর্তী বছরগুলোতে খরচ করতে পারে তারা। ফলে উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির মধ্যেও সবল থাকে দেশটির অর্থনীতি।

কিন্তু সেই জমানো অর্থ এখন শেষ হয়ে গেছে। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন>

সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের অর্থনীতিবিদ হামজা আবদেলর হমান ও লুইজ এডগার্ড অলিভেরার মতে, মহামারিতে সঞ্চয়ের প্রবণতা বা সক্ষমতা মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিনিদের সঞ্চয়ের চেয়ে এখন ঋণ বেশি রয়েছে। মূলত চলতি বছরের মার্চের মধ্যে তাদের মহামারিকালীন সঞ্চয় শেষ হয়ে গেছে।

মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভোক্তা ব্যয় এবং এক্ষেত্রে গত দুই বছর শক্তিশালী অবস্থান দেখা গেছে। কিন্তু এখন সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ভোক্তাদের ব্যয়ে প্রভাব পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মার্কিন অর্থনীতি।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বেড়েছে এক দশমিক ছয় শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। কিছু বিশ্লেষক এরই মধ্যে অর্থনৈতিক পূর্বাভাস কমাতে শুরু করেছেন।

সূত্র: সিএনএন

এমএসএম