ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন

রাজনৈতিক দলের প্রতীক ছাপা জিনিসপত্র কেনাকাটায় হিড়িক

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৬ মে ২০২৪

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনে সাত দফায় ভোট হচ্ছে। ইতোমধ্যেই দুই দফার ভোট শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (৭ মে) তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট হবে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভোটের বাজার বেশ সরগরম হয়ে উঠেছে। রাজ্যের ক্ষমতা কোন রাজনৈতিক দলের হাতে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত।

এরই মধ্যে দলীয় পতাকা, দলীয় প্রতীক চিহ্নের টুপি, শাড়ি, গেঞ্জি, ব্যাজ, উত্তরীয়, দলীয় প্রতীক ছাপা ছাতা, রিস্ট ব্যান্ড, পোর্সেলিনের কাপ, টি- শার্ট, দলীয় প্রতীক ছাপা পানির বোতল এমনকি মুঠোফোনের কভারসহ অন্যান্য রাজনৈতিক সামগ্ৰী বিক্রির যুদ্ধে বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

jagonews24.com

তবে এই বেচা-বিক্রির যুদ্ধে পিছিয়ে নেই জাতীয় কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও। তাদের দলীয় প্রতীকের টি-শার্ট, ছাতা, টুপি, উত্তরীয় থেকে শাড়িসহ অন্যান্য সামগ্ৰীও দেদারসে বিক্রি হচ্ছে।

কলকাতার সব বড় মার্কেট, বড়বাজারসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে রাজনৈতিক দলের বিভিন্ন সামগ্রী বিক্রিতে পিছিয়ে নেই উত্তরবঙ্গের মার্কেটগুলোও।

কলকাতার বড়বাজার মার্কেটের ব্যবসায়ী মুহাম্মদ আফতাব হোসেন বলেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে বিক্রি তেমন বেশি ছিল না। দুই দফার নির্বাচন শেষ হতেই বিক্রি বাড়ছে। আমাদের নাওয়া-খাওয়ার সময় মিলছে না।

তিনি আরও জানান, ভোটের বাজারে প্রতিপক্ষকে ছাপিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর যথাক্রমে রয়েছে বিজেপি, বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস। দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রতীক, দলীয় প্রতীক ছাপা শাড়ি, উত্তরীয়, টুপি, টি-শার্ট, ব্যাজ, ছাতা এমনকি দলীয় প্রতীক ছাপা চা-পানের কাপ, পানির বোতলসহ নানা ধরনের সামগ্ৰী।

jagonews24.com

তবে বেশি বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি ছাপা টি-শার্ট। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপানো টি-শার্ট, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ছবি ছাপানো টি-শার্ট, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ছবি ছাপানো টি-শার্টও বেশ ভালো বিক্রি হচ্ছে।

ভারতের লোকসভা নির্বাচনে পালে হাওয়া তুলতে কোনো রকম কৃপণতা করছে না রাজনৈতিক দলগুলো। ভোটের ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউ। বিভিন্ন জনসভায় রাজনৈতিক দলড়গুলোর দলীয় কর্মী-সমর্থকদের প্রতীকী চিহ্নের বিভিন্ন সামগ্রীতে সেজে উঠতে দেখা যাচ্ছে।

jagonews24.com

ভোটের বাজারে রাজনৈতিক দলীয় প্রতীকে ছাপা শাড়ি ২৫০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে একটু দরদাম করলে এবং একসঙ্গে বেশি কিনলে সেই শাড়ির দাম পড়ছে ২১০ থেকে ২২০ রুপি। একসঙ্গে ১০০টি দলীয় পতাকার দাম ৪০০ থেকে ৪৫০ রুপিতে বিক্রি হচ্ছে। দলীয় পতাকা আয়তনে বড় হলে ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। দলীয় পতাকার রঙে ও প্রতীকী ছাপা ছাতা মিলছে ১০০ থেকে ১৫০ রুপিতে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের ছবি ছাপা টি-শার্ট বিক্রি হচ্ছে ২৫০ রুপিতে।

রাজনৈতিক দলগুলোর রেষারেষি বা সৌজন্যের অভাব যতই থাক তবে পতাকার বাজারে কিন্তু পাশাপাশি বসেই কেনাকাটা করছেন সব দলের কর্মীরা।

কলকাতার বড়বাজারের এক দোকানে বিজেপি কর্মী অরুপ দত্ত তার দলের হরেক জিনিস কিনতে এসে বলেন, আমাদের দমদম লোকসভায় ১ জুন নির্বাচন। নির্বাচনী প্রচারণা আমরা প্রতিদিনই করছি। কিন্তু সামনেই আমাদের একটি বড় জনসভা আছে। সেই জনসভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছাপা টি-শার্ট, টুপি এবং গেরুয়া রঙের শাড়ি কিনতে এসেছি। কারণ নির্বাচন শেষে আগামী ৪ জুন ভারত জুড়ে গেরুয়া ঝড় বইতে চলেছে।

ডিডি/টিটিএন