যুক্তরাষ্ট্রে চীনের ইলেকট্রিক গাড়ি নিষিদ্ধের দাবি
যুক্তরাষ্ট্রে চীনের তৈরি ইলেকট্রিক গাড়ি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের কাছে এক সিনেটর এই দাবি জানিয়েছেন।
সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সিনেটর শেরড ব্রাউন বাইডেনকে দেওয়া এক চিঠিতে বলেছেন, আমেরিকান অটো ইন্ডাস্ট্রির জন্য চীনের ইলেকট্রিক গাড়ি হুমকি।
তার এই মন্তব্য মার্কিন অন্য আইনপ্রণেতাদের চেয়ে অনেক বেশি জোরালো বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে অন্যরা চীনের গাড়ির আমদানির ওপর শুল্ক বাড়ানোর দাবি জানান।
গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজ জানায়, চীনের গাড়ি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
সিনেটর ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, আমরা চীনের সরকার-সমর্থিত প্রতারণা আমেরিকান অটো শিল্পে আনতে দিতে পারি না।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচান। এই নির্বাচনে জয় পেতে চতুর্থবারের মতো জয় পেতে গাড়ি উৎপাদনের জন্য অন্যতম অঙ্গরাজ্য ওহিও থেকে লড়বেন ব্রাউন।
সূত্র: বিবিসি
এমএসএম