ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোজাম্বিক উপকূলে নৌকা ডুবে নিহত ৯১, অনেকেই শিশু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

মোজাম্বিকের উত্তর উপকূলে একটি অস্থায়ী ফেরি ডুবে ৯০ জনের বেশি নিহত হয়েছেন। মৃতদের মধ্যে অনেকেই শিশু। রোববার (৭ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি মাছধরা নৌকাকে অস্থায়ী ফেরিতে রূপান্তরিত করা হয়েছিল। সেটিতে চেপে প্রায় ১৩০ জন যাত্রী নাম্পুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

আরও পড়ুন>>

নাম্পুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো বলেছেন, অতিরিক্ত যাত্রীবোঝাই এবং যাত্রী বহনের জন্য অনুপযুক্ত হওয়ায় নৌকাটি ডুবে যায়। এতে ৯১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

উদ্ধারকারীরা পাঁচজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছেন এবং আরও অনুসন্ধান চলছে। কিন্তু সমুদ্রের উত্তাল অবস্থার কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে উঠেছে।

নৌকাডুবির কারণ উদঘাটনে কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন>>

নেটো বলেছেন, কলেরা সম্পর্কে ভুল তথ্যের কারণে আতঙ্কিত হয়ে নৌকার বেশিরভাগ যাত্রী মূল ভূখণ্ড ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মোজাম্বিক। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব আফ্রিকান দেশটিতে গত অক্টোবর থেকে প্রায় ১৫ হাজার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩২ জন।

এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাম্পুলা। আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশই এ অঞ্চলের বাসিন্দা।

সূত্র: এএফপি
কেএএ/