ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কলকাতায় জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার

পবিত্র মাহে রমজান মাস চলছে। ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। কলকাতায় এখন প্রচণ্ড গরম। সে কারণে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা এবার মনে করেছিলেন চড়া রোদ-গরমে এবারের ঈদের বাজার সে ভাবে জমবে না। কিন্তু সেই আশঙ্কা মিথ্যা প্রমাণ করে জমে উঠেছে নিউমার্কেট চত্বরসহ কলকাতার বিভিন্ন শপিংমলের ঈদের বাজার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যেই লোকজন কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন।

অনাহার-পানিশূন্যতায় গাজায় ৩১ শিশুর মৃত্যু

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। সেখানে অনাহার এবং পানিশূন্যতায় বহু শিশু প্রাণ হারিয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় অনাহার এবং পানিশূন্যতায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

গাজা যুদ্ধ, ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধের জন্য যে বৈধতা বা মানুষের যে ইতিবাচক ধারণা থাকা দারকার তা হারাচ্ছে ইসরায়েল। কারণ অবরুদ্ধ অঞ্চল থেকে ক্রমাগত হতাশাজনক ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে গাজায় বিমান হামলায় বিধ্বস্ত ভবনের জঘন্য ও ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন ট্রাম্প।

গাজায় ত্রাণে বাধা দেওয়ার অজুহাত আর ইসরায়েলের নেই: জার্মানি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলটিমেটাম দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য নতুন দুটি করিডোর খুলে দেওয়ার ঘোষণা দেয়। তার পরপরই জার্মানি জানায়, গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের আর কোনো বাধা মানা হবে না। শুক্রবার (৫ এপ্রিল) ফেসবুকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের আর কোনো অজুহাত শুনবে না বার্লিন।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ চায় মানবাধিকার কাউন্সিল

গাজায় গণহত্যার বিষয়ে সতর্ক করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছে। কারণ ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে সংস্থাটি। ৪৭ সদস্যের সংস্থাটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৮টি। বিপক্ষে ৬টি ও ভোট দেওয়া থেকে বিরত থাকে ১৩ দেশ।

গাজায় ৬০ শতাংশের বেশি বাড়ি-ঘর ধ্বংস করেছে ইসরায়েল

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর গাজার অনেক মানুষেরই ফিরে যাওয়ার জন্য আর কোনো নিরাপদ স্থান থাকবে না। সেখানকার ৬২ শতাংশ বাড়ি-ঘর ইতোমধ্যেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায়নি। ফলে সেখানকার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়।

উত্তর প্রদেশে মাদরাসা বন্ধের রায় স্থগিত করলো সুপ্রিম কোর্ট

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুক্রবার বলেন, মাদরাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ লঙ্ঘন করছে বলে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, প্রাথমিকভাবে তা সঠিক নয়। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে ওই রাজ্যের ১৬ হাজার মাদরাসার ১৭ লাখ মাদরাসা শিক্ষাথী।

কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে লোকসভা নির্বাচনের ইস্তেহার ঘোষণা কংগ্রেসের

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে ভারতের কংগ্রেস। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে দলের সদর দপ্তরে এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন। এতে ৩০ লাখ সরকারি শূন্যপদে চাকরি, ২৫ লাখ রুপি পর্যন্ত নগদহীন স্বাস্থ্যবিমা, নারীদের আর্থিক সহায়তা, জাতগণনা ও ৫০ শতাংশ পর্যন্ত জাতভিত্তিক সংরক্ষণ (এসসি, এসটি ও ওবিসিদের জন্য), আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি মারা যাননি, গ্রেফতার হয়েছেন নরওয়েতে

সুইডেনে বারবার পবিত্র কোরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী; বিশেষ করে, মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত ব্যক্তি হলেন ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা। সম্প্রতি তার মৃত্যুর খবর চাওর হয়েছিল। তবে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি মারা যাননি। তাকে নরওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে ও বর্তমানে সুইডেনে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএএইচ/এএসএম