ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ড : নিহত ১২

প্রকাশিত: ০৮:০২ এএম, ১৭ এপ্রিল ২০১৬

সৌদি আরবে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন। শনিবার দেশটির বৃহত্তম ব্যবসায়িক এলাকার একটি পেট্রো কেমিকেল কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর খবরে এ তথ্য জানানো হয়েছে।

জুবাইল ইউনাইটেড পেট্রোকেমিকেল কোম্পানির নির্মাণাধীন ওই কারখানায় রুটিন মাফিক রক্ষণাবেক্ষণের সময় ক্যাটালিস্ট প্রতিস্থাপন করতে গিয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সেখানে থাকা লোকজনের শ্বাস কষ্টের সমস্যা দেখা দেয়। পরে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

টিটিএন/এবিএস