ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটের মধ্যে শপথ নিলেন সিসি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২৪

মিশরের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। দেশটির সাবেক এই সেনা প্রধান ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। বর্তমানে তার বয়স ৬৯ বছর।

পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় সিসি নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি দেশ ও মানুষের স্বার্থে নজর দেওয়ার কথা বলেন।

আরও পড়ুন>

তিনি আধুনিক গণতান্ত্রিক মিশর গড়ার কথাও বলেছেন। যদিও গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তার দেশ। বিশেষ করে বিদেশি ঋণের বোঝা মারাত্মক আকার ধারণ করেছে।

বিরোধীদের ব্যাপক দমনপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে নিজে তৃতীয়বার নির্বাচন করতে পরিবর্তন করেছেন নির্বাচনী আইনও।

গত ১৮ ডিসেম্বর মিশরের নির্বাচনী কর্তৃপক্ষ ঘোষণা দেন, সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

গত এক দশক ধরে আরব দেশটিতে ক্ষমতায় আছেন জেনারেল সিসি। যদিও তার নির্বাচনী ফলাফল নিয়ে রয়েছে সন্দেহ।

জেনারেল সিসি ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়ে আসছেন। ফলে দেশটিতে কার্যত তেমন কোনো শক্তিশালী বিরোধী দল বা নেতা নেই।

সূত্র: এএফপি

এমএসএম