ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুর্নীতি মামলায় আগাম জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ মার্চ ২০২৪

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত।

শনিবার (১৬ মার্চ) সকালে আদালতে সশরীরে হাজিরা দেন কেজরি। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার তেলঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। হায়দরাবাদে গ্রেফতারের পরে তাকে দিল্লি আনা হয়েছে।

রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থাটির পক্ষে অভিযোগ করা হয় যে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটবার সমন পাঠালেও তা এড়িয়ে গেছেন কেজরিওয়াল। অথচ কেজরিওয়াল সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোটপ্রচারে থাকছেন। শুধু ইডি দপ্তরে হাজিরা দিতে পারছেন না!

ইডির বক্তব্য শোনার পরের দিন বৃহস্পতিবারই আদালত জানায় যে, কেজরিকে শনিবার (১৬ মার্চ) হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির হয়েছিলেন তিনি।

এই প্রথম নয়, এর আগেও একই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় পঞ্চম বার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল।

৭ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে বিচারক দিব্যা মলহোত্র নির্দেশ দিয়েছিলেন, আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আপের প্রধানকে। গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েছিলেন কেজরি। জানিয়েছিলেন, সে দিনই দিল্লি বিধানসভায় তার সরকারের আস্থাভোট থাকায় সশরীরে হাজির হতে পারছেন না। বিচারক তার সেই আবেদন মেনে নিয়েছিলেন।

আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আটবার তলব করেছে ইডি। কিন্তু প্রতি বারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরিওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ইডির প্রশ্নের উত্তর দিতে চান।

কেজরিওয়ালের দল আপের পক্ষে জানানো হয়েছে, ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান কেজরিওয়াল। যদিও ইডির জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ হয় না। তাই কেজরিওয়ালকে সশরীরেই হাজিরা দিতে হবে। টানাপড়েনের সেই আবহেই আদালত কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিতে বলেছিল। তা মেনে হাজিরা দিয়ে ইডির গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ পেলেন তিনি।

সূত্র: এনডিটিভি

এমএসএম