ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শাহবাজের সঙ্গে সালমানের ফোনালাপ, পাকিস্তানকে সমর্থনের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০১ পিএম, ১৬ মার্চ ২০২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। মূলত এ উপলক্ষে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান শাহবাজের সঙ্গে ফোনে কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মোহাম্মদ বিন সালমান বলেছেন, দুই দেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। এ সময় শাহবাজ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক, গভীর শিকড়যুক্ত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য পাকিস্তান গর্বিত এবং দুই দেশ সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। তিনি পাকিস্তানের প্রতি প্রতিশ্রুতি ও সমর্থনের জন্য সৌদি সরকারের প্রশংসা করেন।

আরও পড়ুন>

প্রধানমন্ত্রী শাহবাজ ক্রাউন প্রিন্সকে পাকিস্তানে একটি সরকারি সফর করার জন্য আমন্ত্রণ জানান।

তিনি এমবিএসকে বলেন, পাকিস্তানের জনগণ তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম